২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অন্ধ্রে পেঁয়াজ বম্ব ফেটে মৃত ১, গুরুতর আহত ৬

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে পেঁয়াজ বম্ব (অনিয়ন  বম্ব) ফেটে মৃত  ১। গুরুতর আহত ৬। অনিয়ন বা পেঁয়াজ বম্বের বিশেষত্ব হচ্ছে ধাক্কা খেলেই ফেটে যায়। বিস্ফোরণের সময় কাছেপিঠে কেউ থাকলে বম্বের আগুনে ঝলসে মৃত্যু পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার এই ঘটনারই সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের এলুরু জেলা।

ঠিক কী হয়েছিল? সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ব্যক্তি বাইকে করে হাতে তৈরি ‘অনিয়ন বম্ব’ নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই স্কুটারটি একটি গর্তে পড়ে। আর ধাক্কা লেগেই ফেটে যায়  বাজিগুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার চালকের। নাম সুধাকর। শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁর শরীরের কয়েকটি অংশ এদিক-সেদিকে ছিটকেও যায়। সুধাকরের সঙ্গে আরও একজন ছিলেন স্কুটারে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি স্কুটারের আশপাশে থাকা আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রে পেঁয়াজ বম্ব ফেটে মৃত ১, গুরুতর আহত ৬

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে পেঁয়াজ বম্ব (অনিয়ন  বম্ব) ফেটে মৃত  ১। গুরুতর আহত ৬। অনিয়ন বা পেঁয়াজ বম্বের বিশেষত্ব হচ্ছে ধাক্কা খেলেই ফেটে যায়। বিস্ফোরণের সময় কাছেপিঠে কেউ থাকলে বম্বের আগুনে ঝলসে মৃত্যু পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার এই ঘটনারই সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের এলুরু জেলা।

ঠিক কী হয়েছিল? সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ব্যক্তি বাইকে করে হাতে তৈরি ‘অনিয়ন বম্ব’ নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই স্কুটারটি একটি গর্তে পড়ে। আর ধাক্কা লেগেই ফেটে যায়  বাজিগুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার চালকের। নাম সুধাকর। শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁর শরীরের কয়েকটি অংশ এদিক-সেদিকে ছিটকেও যায়। সুধাকরের সঙ্গে আরও একজন ছিলেন স্কুটারে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি স্কুটারের আশপাশে থাকা আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।