২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

ইমামা খাতুন
- আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
- / 31
পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ সিরিয়া। সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত আসাদের অনুগত যোদ্ধাদের লড়াইয়ে নিহত ১০০০। সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এই মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
read more: মহিলা পরিচালিত রেলস্টেশন পেল কোচবিহার
সংগঠনটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪৫ জনই বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধা। গত ৮ ডিসেম্বর পতন হয় বাশার আল-আসাদের সরকারের। তারপরও নেভেনি অশান্তির আঁচ। ফের তা চূড়ান্ত রূপ ধারণ করল।
https://www.puberkalom.in/rajnaths-message-of-good-relations-with-dhaka/