০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে ভারতীয় বন্দি ১০১৫২, ফাঁসির অপেক্ষায় ৪৯ জন: কেন্দ্রীয় মন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
  • / 141

পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাশাহি-সহ ৬টি দেশে ৪৯ জন ভারতীয়র মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেইসঙ্গে, বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাঁদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কী চেষ্টা করছে? তা জানতে চাওয়া হয়েছিল।

গত মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে তিনজন ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে শুধু এই তিনজনই নয়, এই দেশের জেলে এখনও ২৫ জন ভারতীয় রয়েছেন যাঁদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে দেশটির আদালত। যদিও এখনও পর্যন্ত অবশ্য তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।  সংসদে এমনই তথ্য জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং একথা জানিয়েছেন। মন্ত্রকের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেইসঙ্গে, বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাঁদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কী চেষ্টা করছে? সেই সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল। মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা ১০,১৫২ জন। কীর্তি বর্ধন বলেন, “কেন্দ্র সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণকে উচ্চ অগ্রাধিকার দেয়। যার মধ্যে বিদেশের জেলে থাকা ভারতীয়রাও রয়েছেন।”

আরও পড়ুন: ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

আরও পড়ুন: তেলেঙ্গানায় সংখ্যালঘু বৃত্তির তহবিল মূলত অব্যবহৃত, আরটিআই-এর তথ্য প্রকাশ

আরও পড়ুন: কানাডার মাটিতে ছুরিকাহত এক ভারতীয়, গ্রেফতার এক

বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড (এখনও কার্যকর হয়নি) নিয়ে আটটি দেশের তথ্য দেন মন্ত্রী। সেই তথ্য অনুসারে, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। দেশটিতে এই সংখ্যা হল ২৫ জন। এছাড়াও, সৌদি আরবে ১১ জন, মালেশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইন্দোনেশিয়া, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনে একজন করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।

আরও পড়ুন: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটির ঘোষণা কেন্দ্রের

তাঁদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রী বলেন, “বিদেশে অবস্থিত ভারতীয় মিশন বা ডাকগুলি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করে। এইসব মিশনের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দিদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আদালত, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে। এছাড়াও, জেল বন্দি ভারতীয় নাগরিকদের আবেদন দায়ের, সাজা কমানোর আবেদন ইত্যাদি সহ বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে থাকেন।”

বিদেশ মন্ত্রককে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে গত পাঁচ বছরে কোনও ভারতীয়কে বিদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিনা। উত্তরে মন্ত্রী জানান, মালেশিয়া, কুয়েত, কাতার এবং সউদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে ২০২৪ সালে কুয়েত এবং  সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল তিনজন। তবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরব আমিরশাহিতে কোনও ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশে ভারতীয় বন্দি ১০১৫২, ফাঁসির অপেক্ষায় ৪৯ জন: কেন্দ্রীয় মন্ত্রী

আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাশাহি-সহ ৬টি দেশে ৪৯ জন ভারতীয়র মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেইসঙ্গে, বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাঁদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কী চেষ্টা করছে? তা জানতে চাওয়া হয়েছিল।

গত মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে তিনজন ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে শুধু এই তিনজনই নয়, এই দেশের জেলে এখনও ২৫ জন ভারতীয় রয়েছেন যাঁদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে দেশটির আদালত। যদিও এখনও পর্যন্ত অবশ্য তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।  সংসদে এমনই তথ্য জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং একথা জানিয়েছেন। মন্ত্রকের কাছে বিদেশের জেলে বন্দি ভারতীয়দের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেইসঙ্গে, বিদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য এবং তাঁদের জীবন বাঁচানোর জন্য ভারত সরকার কী চেষ্টা করছে? সেই সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল। মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশের জেলে বিচারাধীন ভারতীয় বন্দির সংখ্যা ১০,১৫২ জন। কীর্তি বর্ধন বলেন, “কেন্দ্র সরকার বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণকে উচ্চ অগ্রাধিকার দেয়। যার মধ্যে বিদেশের জেলে থাকা ভারতীয়রাও রয়েছেন।”

আরও পড়ুন: ওয়াশিংটনে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি, স্ত্রী-পুত্রকে খুন করে আত্মহত্যা অনুমান গোয়েন্দাদের

আরও পড়ুন: তেলেঙ্গানায় সংখ্যালঘু বৃত্তির তহবিল মূলত অব্যবহৃত, আরটিআই-এর তথ্য প্রকাশ

আরও পড়ুন: কানাডার মাটিতে ছুরিকাহত এক ভারতীয়, গ্রেফতার এক

বিদেশে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড (এখনও কার্যকর হয়নি) নিয়ে আটটি দেশের তথ্য দেন মন্ত্রী। সেই তথ্য অনুসারে, সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। দেশটিতে এই সংখ্যা হল ২৫ জন। এছাড়াও, সৌদি আরবে ১১ জন, মালেশিয়ায় ৬ জন, কুয়েতে ৩ জন এবং ইন্দোনেশিয়া, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনে একজন করে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন।

আরও পড়ুন: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটির ঘোষণা কেন্দ্রের

তাঁদের জীবন বাঁচানোর জন্য কেন্দ্রের প্রচেষ্টা সম্পর্কে মন্ত্রী বলেন, “বিদেশে অবস্থিত ভারতীয় মিশন বা ডাকগুলি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করে। এইসব মিশনের কর্মকর্তারা জেল পরিদর্শন করে বন্দিদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আদালত, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখে। এছাড়াও, জেল বন্দি ভারতীয় নাগরিকদের আবেদন দায়ের, সাজা কমানোর আবেদন ইত্যাদি সহ বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে থাকেন।”

বিদেশ মন্ত্রককে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে গত পাঁচ বছরে কোনও ভারতীয়কে বিদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিনা। উত্তরে মন্ত্রী জানান, মালেশিয়া, কুয়েত, কাতার এবং সউদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে ২০২৪ সালে কুয়েত এবং  সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল তিনজন। তবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আরব আমিরশাহিতে কোনও ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।