ফের যোগীরাজ্যে খুন সাংবাদিক, বিশেষ খবর ফাঁসের গুঞ্জন

- আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
- / 2
পুবের কলম,ওয়েবডেস্ক: ফের যোগীরাজ্যে দিবালোকে খুন সাংবাদিক। বিশেষ খবর ফাঁসের অভিযোগ। গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। মৃতের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। নামজাদা এক হিন্দি পত্রিকার স্থানীয় সংবাদদাতা ছিলেন তিনি। তবে কি কারণে এই খুন তা এখনও অজানা। জারি তদন্ত।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার নিজের বাড়িতেই ছিলেন তিনি। সেই সময় হঠাৎ একটি ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাইক চালিয়ে লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন রাঘবেন্দ্র । সেসময় আততায়ীরা তাঁর পিছু নিতে শুরু করে। তারপর ফাঁকা জায়গা পেয়ে বাইকের পিছনে গিয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় রাস্তায় পড়ে যান রাঘবেন্দ্র। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ওই সাংবাদিককে লক্ষ করে পরপর তিনটি গুলি চালান। তারপর এলাকা ছাড়েন তাঁরা। ঘটনা ঠাহর করতে পেরেই রাঘবেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বুকে ও মাথায় গুলি লেগেছে বলে খবর। ঘটনার খবর পেয়ে অকুস্থল ও হাসপাতালে যায় পুলিশ । মাহোলি, ইমালিয়া এবং কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ । দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চলছে।
এদিন ময়নাতদন্তের পর রাঘবেন্দ্রের দেহ নিয়ে অস্বীকার করেন পরিবারের সদস্যরা। জানান, খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত তারা শেষকৃত্য সম্পন্ন করবেন না। তদন্ত জারি থাকলেও এখনও অধরা খুনিরা।