মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে মৃত ৪

- আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
- / 9
মুম্বই, ৯ মার্চ: মুম্বাইয়ের নাগপাড়া এলাকায় একটি নির্মীয়মান বহুতলের জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দম আটকে ৫ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত অন্য কর্মীরা দমকলে খবর দেন। এদিন দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি। অসুস্থ পাঁচ কর্মীকে উদ্ধার করে জে জে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৪ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। একজন কর্মীর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এর আগে আধিকারিকরা মৃতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করেছিলেন।
এক পুর আধিকারিক বলেন, ‘নাগপাড়া এলাকার ডিমটিমকার রোডের বিসমিল্লাহ স্পেস বিল্ডিংয়ে দুপুর ১.৩০ টার দিকে ঘটনাটি ঘটে। পাঁচজন ট্যাঙ্ক পরিষ্কার করতে ঢুকে অচেতন হয়ে পড়েন। ফায়ার দমকল কর্মীরা তাদের উদ্ধার করে জেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন হাসিপাল শেখ (১৯), রাজা শেখ (২০), জিয়াউল্লাহ শেখ (৩৬), ইমান্দু শেখ (৩৮) এবং পঞ্চম ব্যক্তি পুরান শেখ (৩১) চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
জে জে থানার এক আধিকারিক একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে এবং পাঁচজন শ্রমিককে নিয়োগকারীদের কোনও ত্রুটি ছিল কিনা এবং নিরাপত্তা প্রোটোকল মেনে চলা হচ্ছিল কিনা তা খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে।
জে জে থানার এক পুলিশ আধিকারিক বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ফায়ার সার্ভিস, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএএমসি) এবং স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। (২১৬)