১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৩ বলে আউট ৪ জন, পাক ক্রিকেটে বিরল দৃশ্য

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
  • / 2

পুবের কলম,ওয়েবডেস্ক:  তিন বলে পড়ল চার উইকেট! বিরল দৃশ্যের সাক্ষী থাকল পাক ক্রিকেট। তাও যেনতেন টুর্নামেন্টে নয়,  পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ানের ফাইনালে ঘটনাটি  ঘটেছে। জানা গেছে, এদিন ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে ঘুমিয়ে পড়ার কারণে সঠিক সময়ে ক্রিজে নামতে না পারায়  ‘টাইম্‌ড আউট’ হয়ে যান সাউদ শাকিল। তিন বলে চার উইকেট পড়ল তাঁর দলের।

 চ্যাম্পিয়েন্স ট্রফির আয়োজক তারাই। অথচ প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে খোদ পাকিস্তানই।  ফাইনালও হচ্ছে না পাক-ভূমে। তাবলে দেশে থেমে নেই ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর প্রেসিডেন্ট কাপের হয়ে খেলছিলেন শাকিল। যেখানে ফাইনালে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের মুখোমুখি হয়েছিল পাকিস্তান টেলিভিশন।  ঘটনা স্বাভাবিক ভাবেই চলছিল। তবে হঠাৎ পর পর দুটি উইকেট হারায় স্টেস্ট ব্যাঙ্ক। তারপর নামার কথা ছিল শাকিলের। কিন্তু নির্ধারিত তিন মিনিটের মধ্যে ব্যাট করতে নামেননি তিনি। ম্যাচের মাঝেই ঘুমিয়ে পড়েন তারকা ক্রিকেটার সউদ শাকিল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, টসে হেরে ব্যাট করতে নামা এসবিপি ৮৭ রানে প্রথম উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক উমর আমিন। তবে তিনি বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। মুহাম্মদ শাহজাদের বলে মাত্র ৬ রান করে বোল্ড হন তিনি। ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ ফাওয়াদ আলমও।  পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার কথা ছিল শাকিলের। আর সেখানেই ঘটে যত কাণ্ড। ফাওয়াদ আউট হওয়ার পর ৪ মিনিট হয়ে গেলেও শাকিলের দেখা মেলনি মাঠে।পরে ব্যাট হাতে নামলে আপত্তি জানান পিটিভি-র অধিনায়ক আমাদ বাট। আর নিয়মানুযায়ী আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মুহাম্মদ ইরফান খান। মুহাম্মদ শাহজাদের তৃতীয় বলে আউট হয়ে মুহাম্মদ ইরফান সাজঘরে ফেরেন। এভাবেই মুহাম্মদ শাহজাদের হ্যাট্রিক উইকেট নেওয়ার পাশাপাশি পিটিভি তিন বলে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়ে ফেলে।

ঘটনা প্রকাশ্যে আসতেই হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়। এক নেটাগরিক সোশ্যাল সাইটে লেখেন , ক্রিকেট তো নয়, এ  যেন পুরোই বিনোদন! কেউ আবার লিখেছে যত কাণ্ড ক্রিকেটেই ঘটে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩ বলে আউট ৪ জন, পাক ক্রিকেটে বিরল দৃশ্য

আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  তিন বলে পড়ল চার উইকেট! বিরল দৃশ্যের সাক্ষী থাকল পাক ক্রিকেট। তাও যেনতেন টুর্নামেন্টে নয়,  পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ানের ফাইনালে ঘটনাটি  ঘটেছে। জানা গেছে, এদিন ম্যাচ চলাকালীন ড্রেসিং রুমে ঘুমিয়ে পড়ার কারণে সঠিক সময়ে ক্রিজে নামতে না পারায়  ‘টাইম্‌ড আউট’ হয়ে যান সাউদ শাকিল। তিন বলে চার উইকেট পড়ল তাঁর দলের।

 চ্যাম্পিয়েন্স ট্রফির আয়োজক তারাই। অথচ প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে খোদ পাকিস্তানই।  ফাইনালও হচ্ছে না পাক-ভূমে। তাবলে দেশে থেমে নেই ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ার পর প্রেসিডেন্ট কাপের হয়ে খেলছিলেন শাকিল। যেখানে ফাইনালে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের মুখোমুখি হয়েছিল পাকিস্তান টেলিভিশন।  ঘটনা স্বাভাবিক ভাবেই চলছিল। তবে হঠাৎ পর পর দুটি উইকেট হারায় স্টেস্ট ব্যাঙ্ক। তারপর নামার কথা ছিল শাকিলের। কিন্তু নির্ধারিত তিন মিনিটের মধ্যে ব্যাট করতে নামেননি তিনি। ম্যাচের মাঝেই ঘুমিয়ে পড়েন তারকা ক্রিকেটার সউদ শাকিল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, টসে হেরে ব্যাট করতে নামা এসবিপি ৮৭ রানে প্রথম উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক উমর আমিন। তবে তিনি বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। মুহাম্মদ শাহজাদের বলে মাত্র ৬ রান করে বোল্ড হন তিনি। ঠিক পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন অভিজ্ঞ ফাওয়াদ আলমও।  পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামার কথা ছিল শাকিলের। আর সেখানেই ঘটে যত কাণ্ড। ফাওয়াদ আউট হওয়ার পর ৪ মিনিট হয়ে গেলেও শাকিলের দেখা মেলনি মাঠে।পরে ব্যাট হাতে নামলে আপত্তি জানান পিটিভি-র অধিনায়ক আমাদ বাট। আর নিয়মানুযায়ী আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মুহাম্মদ ইরফান খান। মুহাম্মদ শাহজাদের তৃতীয় বলে আউট হয়ে মুহাম্মদ ইরফান সাজঘরে ফেরেন। এভাবেই মুহাম্মদ শাহজাদের হ্যাট্রিক উইকেট নেওয়ার পাশাপাশি পিটিভি তিন বলে ৪ উইকেট নিয়ে রেকর্ড গড়ে ফেলে।

ঘটনা প্রকাশ্যে আসতেই হাসির রোল পড়ে যায় নেটদুনিয়ায়। এক নেটাগরিক সোশ্যাল সাইটে লেখেন , ক্রিকেট তো নয়, এ  যেন পুরোই বিনোদন! কেউ আবার লিখেছে যত কাণ্ড ক্রিকেটেই ঘটে।