২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

Indian women: কাজের বাজারে কর্মহীন ৮ কোটি ৯০ লক্ষ মহিলা

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার
  • / 60

 

কাজের বাজারে কর্মহীন ৮ কোটি ৯০ লক্ষ মহিলা (women)

নয়াদিল্লি, ৯ মার্চ: কাজের বাজারে কর্মহীন ৮ কোটি ৯০ লক্ষ মহিলা (women)। ভারতে কাজ হারানো কিংবা কর্মহীন মানুষের সংখ্যা উদ্বেগজনক। সংসার চালানোর সাধারণ খরচটুকু হাতে নেই ১০০ কোটির ভারতবাসীর। এই পরিস্থিতিতে দেশজুড়ে নারীর প্রতি হিংসা বাড়ছে। সম্প্রতি কাজের বাজারে নারীর অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে চেন্নাইয়ের সংস্থা গ্রেট লেক  ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট। ‘ইন্ডিয়া’স জেন্ডার এমপ্লয়মেন্ট প্যারাডক্স’ শীর্ষক ওই রিপোর্ট তৈরি করা হয়েছে একাধিক সরকারি সমীক্ষা রিপোর্টের তথ্য বিশ্লেষণ করে। বিশ্লেষণ করা হয়েছে পিরিওডিক লেবার সার্ভে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এবং টাইম ইউজ সার্ভের ভিত্তিতে।

 

read more:মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে মৃত ৪

 

চেন্নাইয়ের লেক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের রিপোর্ট অনুসারে, অন্তত ৮ কোটি ৯০ লক্ষ মহিলার (women) কাজের বাজারে কাজ মিলছে না। এঁরা সকলেই ভারতের শহরাঞ্চলের বাসিন্দা। ৮ কোটি ৯০ লক্ষ কর্মহীন মহিলার সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। এর চেয়ে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশের জনসংখ্যা কম।

 

read more: Over 89 million urban Indian women still out of labour market in 2023-2024

শহরাঞ্চলের বাসিন্দা বিপুল সংখ্যক মহিলা (women) কী কারণে কাজের বাজারে জায়গা করে নিতে পারছেন না, এবিষয়ও ওই রিপোর্টে খতিয়ে দেখা হয়েছে। যেমন, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি, বিয়ের পরে বাড়িবদল হওয়া কিংবা কর্মস্থলে পৌঁছনোর জন্যে যথাযথ পরিবহণের ব্যবস্থা না থাকা।

 

সূত্রের খবর, যে কোটি কোটি ভারতীয় নাগরিক মহিলা (women) ২০২৩-২০২৪ সালে কাজের বাজারে জায়গা পাননি এঁদের একাংশ শিক্ষিত। স্নাতকের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষ। প্রসঙ্গত, ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের শহরাঞ্চলগুলির বাসিন্দা ৯৭ শতাংশ পুুরুষ, যাঁদের বয়স ৩০ থেকে ৪৯ বছর পর্যন্ত, ওঁদের ভিতর ৯৭ শতাংশ পুরুষ কাজকর্ম করছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Indian women: কাজের বাজারে কর্মহীন ৮ কোটি ৯০ লক্ষ মহিলা

আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার

 

কাজের বাজারে কর্মহীন ৮ কোটি ৯০ লক্ষ মহিলা (women)

নয়াদিল্লি, ৯ মার্চ: কাজের বাজারে কর্মহীন ৮ কোটি ৯০ লক্ষ মহিলা (women)। ভারতে কাজ হারানো কিংবা কর্মহীন মানুষের সংখ্যা উদ্বেগজনক। সংসার চালানোর সাধারণ খরচটুকু হাতে নেই ১০০ কোটির ভারতবাসীর। এই পরিস্থিতিতে দেশজুড়ে নারীর প্রতি হিংসা বাড়ছে। সম্প্রতি কাজের বাজারে নারীর অগ্রগতি সম্পর্কে একটি রিপোর্ট প্রকাশ করেছে চেন্নাইয়ের সংস্থা গ্রেট লেক  ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট। ‘ইন্ডিয়া’স জেন্ডার এমপ্লয়মেন্ট প্যারাডক্স’ শীর্ষক ওই রিপোর্ট তৈরি করা হয়েছে একাধিক সরকারি সমীক্ষা রিপোর্টের তথ্য বিশ্লেষণ করে। বিশ্লেষণ করা হয়েছে পিরিওডিক লেবার সার্ভে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এবং টাইম ইউজ সার্ভের ভিত্তিতে।

 

read more:মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধে মৃত ৪

 

চেন্নাইয়ের লেক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের রিপোর্ট অনুসারে, অন্তত ৮ কোটি ৯০ লক্ষ মহিলার (women) কাজের বাজারে কাজ মিলছে না। এঁরা সকলেই ভারতের শহরাঞ্চলের বাসিন্দা। ৮ কোটি ৯০ লক্ষ কর্মহীন মহিলার সংখ্যা উদ্বেগ বাড়িয়েছে। এর চেয়ে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশের জনসংখ্যা কম।

 

read more: Over 89 million urban Indian women still out of labour market in 2023-2024

শহরাঞ্চলের বাসিন্দা বিপুল সংখ্যক মহিলা (women) কী কারণে কাজের বাজারে জায়গা করে নিতে পারছেন না, এবিষয়ও ওই রিপোর্টে খতিয়ে দেখা হয়েছে। যেমন, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি, বিয়ের পরে বাড়িবদল হওয়া কিংবা কর্মস্থলে পৌঁছনোর জন্যে যথাযথ পরিবহণের ব্যবস্থা না থাকা।

 

সূত্রের খবর, যে কোটি কোটি ভারতীয় নাগরিক মহিলা (women) ২০২৩-২০২৪ সালে কাজের বাজারে জায়গা পাননি এঁদের একাংশ শিক্ষিত। স্নাতকের সংখ্যা ১ কোটি ৯০ লক্ষ। প্রসঙ্গত, ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের শহরাঞ্চলগুলির বাসিন্দা ৯৭ শতাংশ পুুরুষ, যাঁদের বয়স ৩০ থেকে ৪৯ বছর পর্যন্ত, ওঁদের ভিতর ৯৭ শতাংশ পুরুষ কাজকর্ম করছেন।