০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 55

পুবের কলম, ওয়েবডেস্ক: ইউটিউব (YouTube) দেখে নিজের পেট কেটে নিজেই অস্ত্রোপচার করলেন এক যুবক! এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে। রাজা বাবু নামে ৩২ বছরের এক যুবক দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। একাধিক ডাক্তার দেখিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি।যন্ত্রণায় থাকতে না পেরে অবশেষে নিজেই পেট কেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মত বাড়িতে নিজের পেট কেটে অপারেশন করেন রাজা বাবু।

আরও পড়ুন: ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ মন্তব্যের জের, রাহুল গান্ধিকে নোটিস ধরাল আদালত

ইউটিউবে (YouTube) অস্ত্রোপচারের একটি ভিডিও দেখেছিলেন রাজা বাবু। ভিডিও দেখে মথুরার একটি বাজার থেকে অস্ত্রোপচারের ব্লেড, সূঁচ এবং সেলাইয়ের সুতো কিনে আনেন। নিজেই পেটে অ্যানাস্থেশিয়ার ইনজেকশন দেন। পেট অসাড় হয়ে এলে নিজেই পেট কাটেন। পেট কাটার পর নিজেই সেলাই করেন। পেট সেলাই করতে প্রায় ১১টি সেলাই করতে হয়। সবটাই রাজা বাবু নিজে একা করেন।

অ্যানাস্থেশিয়ার প্রভাব কাটার পরেই অস্ত্রোপচারের জায়াগায় ব্যথা অনুভব করেন তিনি। ব্যথায় ছটফট করতে থাকেন। এরপর বাড়ির লোকজনের চোখে পড়ে ঘটনাটি।এই ঘটনার পর রাজা বাবুকে তাঁর ভাগ্নে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।রাজাবাবু দীর্ঘদিন ধরে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছিলেন এবং ১৪ বছর বয়সে তাঁর অস্ত্রোপচারও হয় বলে সূত্রের খবর।তারপর তিনি নিজে ইউটিউব (YouTube) দেখে পেট কেটে অস্ত্রোপচার করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইউটিউব (YouTube) দেখে নিজের পেট কেটে নিজেই অস্ত্রোপচার করলেন এক যুবক! এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে। রাজা বাবু নামে ৩২ বছরের এক যুবক দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। একাধিক ডাক্তার দেখিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি।যন্ত্রণায় থাকতে না পেরে অবশেষে নিজেই পেট কেটে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মত বাড়িতে নিজের পেট কেটে অপারেশন করেন রাজা বাবু।

আরও পড়ুন: ‘রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই’ মন্তব্যের জের, রাহুল গান্ধিকে নোটিস ধরাল আদালত

ইউটিউবে (YouTube) অস্ত্রোপচারের একটি ভিডিও দেখেছিলেন রাজা বাবু। ভিডিও দেখে মথুরার একটি বাজার থেকে অস্ত্রোপচারের ব্লেড, সূঁচ এবং সেলাইয়ের সুতো কিনে আনেন। নিজেই পেটে অ্যানাস্থেশিয়ার ইনজেকশন দেন। পেট অসাড় হয়ে এলে নিজেই পেট কাটেন। পেট কাটার পর নিজেই সেলাই করেন। পেট সেলাই করতে প্রায় ১১টি সেলাই করতে হয়। সবটাই রাজা বাবু নিজে একা করেন।

অ্যানাস্থেশিয়ার প্রভাব কাটার পরেই অস্ত্রোপচারের জায়াগায় ব্যথা অনুভব করেন তিনি। ব্যথায় ছটফট করতে থাকেন। এরপর বাড়ির লোকজনের চোখে পড়ে ঘটনাটি।এই ঘটনার পর রাজা বাবুকে তাঁর ভাগ্নে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।রাজাবাবু দীর্ঘদিন ধরে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছিলেন এবং ১৪ বছর বয়সে তাঁর অস্ত্রোপচারও হয় বলে সূত্রের খবর।তারপর তিনি নিজে ইউটিউব (YouTube) দেখে পেট কেটে অস্ত্রোপচার করেন।