২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেসের একাংশঃ রাহুল গান্ধি

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
  • / 6

নয়া, ৮ মার্চ:  শনিবার গুজরাটে ওয়ার্কার্স ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, গুজরাটের কিছু কংগ্রেস নেতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই ধরনের লোকজনকে সরিয়ে দিতে হবে। তিনি বলেন, গুজরাট কংগ্রেসে দুই ধরনের মানুষ রয়েছেন। যিনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য লড়াই করেন এবং কংগ্রেসের আদর্শের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অন্যরা হলেন যাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে দূরে বসে আছেন, জনগণকে সম্মান করেন না এবং তাদের অর্ধেক বিজেপির সঙ্গে আঁতাত করেছেন। দু’জনকে আলাদা না করলে গুজরাটের মানুষ আমাদের বিশ্বাস করবেন না। ব্যবসায়ী থেকে শুরু করে গুজরাটের ছাত্রছাত্রীরা বিকল্প চায়, বি টিম চায় না। আমার দায়িত্ব এই দুই দলকে ফিল্টার করা। কংগ্রেস দলে নেতার অভাব নেই বলেও জানান রাহুল গান্ধী। রাহুল গান্ধী আরও বলেন, গুজরাটের মানুষ দেখছেন কংগ্রেস মিছিলের ঘোড়াকে দৌড়ে নামিয়েছে। আমি যদি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে চাই, তাহলে আমাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো দুই গ্রুপকে আলাদা করা। আমাদের যদি কঠোর ব্যবস্থা নিতে হয়, তাহলে ১০, ২০, ৩০- ৩০ জনকে সরিয়ে নিতে হবে। রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেসের সব নেতার হৃদয়ে কংগ্রেস থাকা উচিত। জয়-পরাজয়ের কথা ভুলে যান। হাত কেটে গেলেও তা থেকে কংগ্রেসের রক্ত বের হওয়া উচিত।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেসের একাংশঃ রাহুল গান্ধি

আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার

নয়া, ৮ মার্চ:  শনিবার গুজরাটে ওয়ার্কার্স ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, গুজরাটের কিছু কংগ্রেস নেতা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই ধরনের লোকজনকে সরিয়ে দিতে হবে। তিনি বলেন, গুজরাট কংগ্রেসে দুই ধরনের মানুষ রয়েছেন। যিনি মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য লড়াই করেন এবং কংগ্রেসের আদর্শের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। অন্যরা হলেন যাঁরা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে দূরে বসে আছেন, জনগণকে সম্মান করেন না এবং তাদের অর্ধেক বিজেপির সঙ্গে আঁতাত করেছেন। দু’জনকে আলাদা না করলে গুজরাটের মানুষ আমাদের বিশ্বাস করবেন না। ব্যবসায়ী থেকে শুরু করে গুজরাটের ছাত্রছাত্রীরা বিকল্প চায়, বি টিম চায় না। আমার দায়িত্ব এই দুই দলকে ফিল্টার করা। কংগ্রেস দলে নেতার অভাব নেই বলেও জানান রাহুল গান্ধী। রাহুল গান্ধী আরও বলেন, গুজরাটের মানুষ দেখছেন কংগ্রেস মিছিলের ঘোড়াকে দৌড়ে নামিয়েছে। আমি যদি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে চাই, তাহলে আমাকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজ হলো দুই গ্রুপকে আলাদা করা। আমাদের যদি কঠোর ব্যবস্থা নিতে হয়, তাহলে ১০, ২০, ৩০- ৩০ জনকে সরিয়ে নিতে হবে। রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেসের সব নেতার হৃদয়ে কংগ্রেস থাকা উচিত। জয়-পরাজয়ের কথা ভুলে যান। হাত কেটে গেলেও তা থেকে কংগ্রেসের রক্ত বের হওয়া উচিত।