০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
সুপ্রিম নির্দেশ মেনেই হবে আধার-এপিক লিঙ্ক, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

কিবরিয়া আনসারি
- আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 176
নয়াদিল্লি, ১৮ মার্চ: ভোটার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম নির্দেশ মেনেই আধারের সঙ্গে এপিক কার্ডের লিঙ্ক শুরু করতে চলেছে কমিশন। এনিয়ে মঙ্গলবার এক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, লেজিসলেটিভ ডিপার্টমেন্টের সচিব, ইউআইডিএআই-এর সিইও-সহ একাধিক টেকনিক্যাল এক্সপার্ট।
এদিন বৈঠক শেষে কমিশনের তরফে জানানো হয়, সংবিধান অনুযায়ী একজন ভারতীয়ই ভোট দিতে পারেন, এবং আধার কার্ড তার পরিচয়পত্র হিসেবে কাজ করে। ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ হবে সংবিধানের ৩২৬ ধারার ২৩(৪), ২৩(৫),২৩(৬) ধারা এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ১৯৫০ এবং সুপ্রিম কোর্টের রায় মেনেই।
Tag :
Aadhaar-Epic link Aadhar Card big decision by the Election Commission Election Commission Epic card link Supreme Court's orders voter card আধার কার্ড এপিক কার্ড নির্বাচন কমিশন ভোটার কার্ড লিঙ্ক