০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রক্ত সংক্রান্ত রোগের লড়াইয়ে এগিয়ে এলো অ্যাডামাসের পড়ুয়ারা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার
  • / 19

পুবের কলম প্রতিবেদক:  রক্ত সম্পর্কিত নানা ধরণের রোগের বিরুদ্ধে লড়াই করতে রক্তের ‘স্টেম সেল’ দান-এর জন্য এগিয়ে এলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ই-যুব কেন্দ্রের পাশে ছিল বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল, রোটারি ক্যালকাটা ভিশনারিজ, এবং ডিকেএমএস বিএমএসটি (Deutsche Knochenmarkspenderdatei Bangalore Medical Services Trust)।

রক্ত সংক্রান্ত রোগের লড়াইয়ে এগিয়ে এলো অ্যাডামাসের পড়ুয়ারা

সেমিনারে রক্তের স্টেম সেল প্রতিস্থাপনের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি সেই কাজের সাহায্যে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিতও করা হয়।

রিপোর্ট অনুসারে, ভারতে বছরে ১ লক্ষেরও বেশি মানুষ ব্লাড ক্যান্সারে প্রাণ হারান এবং সেই চিকিৎসার জন্য রোগীদের প্রয়োজন হয় স্টেম সেল প্রতিস্থাপনের। কিন্তু দেখা যায় যে, কেবল মাত্র ৩০% রোগী তাঁদের নিজের পরিবারের মধ্যে থেকে উপযুক্ত দাতা খুঁজে পান। অর্থাৎ ৭০%-এরও বেশি রোগীকে পারিবারিক সম্পর্কহীন দাতাদের ওপরই নির্ভর করতে হয়।

কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়েও কেবলমাত্র সচেতনতার অভাবে, বিপুল ভারতীয় জনসংখ্যার মধ্যে মাত্র ০.০৪% মানুষের নাম সম্ভাব্য স্টেম সেল দাতা হিসাবে নথিভুক্ত রয়েছে। তাই দেশের যুব সমাজের সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ অ্যাডামাসের।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্ত সংক্রান্ত রোগের লড়াইয়ে এগিয়ে এলো অ্যাডামাসের পড়ুয়ারা

আপডেট : ১৮ মে ২০২৪, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  রক্ত সম্পর্কিত নানা ধরণের রোগের বিরুদ্ধে লড়াই করতে রক্তের ‘স্টেম সেল’ দান-এর জন্য এগিয়ে এলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ই-যুব কেন্দ্রের পাশে ছিল বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্স কাউন্সিল, রোটারি ক্যালকাটা ভিশনারিজ, এবং ডিকেএমএস বিএমএসটি (Deutsche Knochenmarkspenderdatei Bangalore Medical Services Trust)।

রক্ত সংক্রান্ত রোগের লড়াইয়ে এগিয়ে এলো অ্যাডামাসের পড়ুয়ারা

সেমিনারে রক্তের স্টেম সেল প্রতিস্থাপনের গুরুত্ব নিয়ে আলোচনার পাশাপাশি সেই কাজের সাহায্যে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে উৎসাহিতও করা হয়।

রিপোর্ট অনুসারে, ভারতে বছরে ১ লক্ষেরও বেশি মানুষ ব্লাড ক্যান্সারে প্রাণ হারান এবং সেই চিকিৎসার জন্য রোগীদের প্রয়োজন হয় স্টেম সেল প্রতিস্থাপনের। কিন্তু দেখা যায় যে, কেবল মাত্র ৩০% রোগী তাঁদের নিজের পরিবারের মধ্যে থেকে উপযুক্ত দাতা খুঁজে পান। অর্থাৎ ৭০%-এরও বেশি রোগীকে পারিবারিক সম্পর্কহীন দাতাদের ওপরই নির্ভর করতে হয়।

কিন্তু ২০২৪ সালে দাঁড়িয়েও কেবলমাত্র সচেতনতার অভাবে, বিপুল ভারতীয় জনসংখ্যার মধ্যে মাত্র ০.০৪% মানুষের নাম সম্ভাব্য স্টেম সেল দাতা হিসাবে নথিভুক্ত রয়েছে। তাই দেশের যুব সমাজের সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ অ্যাডামাসের।