একই ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছি : মুহাম্মদ শামি

- আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
- / 2

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
পুবের কলম ওয়েবডেস্ক : চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে, ভারতীয় দল নিজেদের সব ম্যাচ একটি ভেন্যুতেই খেলার জন্য বাড়তি সুবিধা পাচ্ছে কি না, তাই নিয়ে। সেই আলোচনা বাড়তেই আসরে নামেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়ে দেন, তারা দুবাইয়ে সব ম্যাচ খেলার জন্য বাড়তি কোনও সুবিধা পাচ্ছেন না। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারানোর পরে একই কথা শোনা যায় টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের গলাতেও। তার ২৪ ঘণ্টার মধ্যে অবশ্য অধিনায়ক ও কোচের মন্তব্যের পুরো উল্টো কথা শোনা গেল দলের তারকা পেসার মুহাম্মদ শামির মুখে। সম্প্রচারকারী চ্যানেলে শামি বলেন, “আমরা সব ম্যাচ একই জায়গায় খেলছি। এতে অবশ্যই আমাদের সুবিধা হচ্ছে। কারন আমরা এখানকার পরিবেশ, পরিস্থিতি জানি। পিচের চরিত্রও আমাদের জানা। ফলে সুবিধা তো হচ্ছেই।”
মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেট দখল করে দলের জয়ে গুরুত্বপুর্ণ অবদান রাখেন শামি। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, “আমি সবার আগে পিচ ও পরিবেশ বুঝে নেওয়ার চেষ্টা করি। পিচের কথা মাথায় রেখে অনুশীলন করি। আর চেষ্টা করি, নিজের স্বাভাবিক বোলিং করতে। এ দিনও সেটা করেই সফল হয়েছি।’