১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জৈব চাষের উপর জোর দিতে কুলতলিতে কৃষি মেলা

আবুল খায়ের
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 2

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের কৃষিজীবি,মউলে, মৎস্যজীবিদের স্বনির্ভর করার লক্ষে দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশন।আর তাদের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি কুলতলি, মৈপীঠ,ক্যানিং, গোসাবা,বাসন্তী,মগরাহাট, জয়নগর এলাকার চাষিদের চাষের কাজে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়ার ও কাজ করে চলেছে মিশন।আর তাদেরই উদ্যোগে কুলতলি বিধানসভার মধ্য গুড়গুড়িয়া স্কুলে দুদিনের কৃষি মেলা হয়ে গেল।বৃহস্পতিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, কুলতলি পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু মন্ডল, ভূমি কর্মাধ্যক্ষ সাহাদাত সেখ,নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশনের কর্ণধার অমিতাভ রায় সহ আরো অনেকে।

জৈব চাষের উপর জোর দিতে কুলতলিতে কৃষি মেলা

এই মেলায় এলাকার চাষিদের উৎপাদিত পণ্যের সম্ভার ছিলো এখানে।জৈব উপায়ে চাষ করা বিভিন্ন ধরনের আনাজ নিয়ে এই মেলায় হাজির হয়েছিল কৃষকেরা।এই মেলায় জৈব চাষের উপর আলোচনা সভাতে অংশ নেন একাধিক কৃষি বিশেষজ্ঞগন।পাশাপাশি স্কুলের ছাত্র ছাএীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।মেলা শেষ হয় শুক্রবার।এব্যাপারে এই মেলার উদ্যোক্তা নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশনের কর্ণধার অমিতাভ রায় বলেন,এই এলাকার চাষিদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করতে ও জৈব চাষের উপর আরও জোর দিতে আমরা প্রতি বছর এই মেলার আয়োজন করি।আর এই এলাকার মানুষের পূর্ণ সহায়তা পাই এই মেলাতে।মূলত জৈব চাষের প্রতি আরো কৃষকদের এগিয়ে আনতে ও স্থায়ী কর্মসংস্থান গড়ে তুলতে আমাদের এই মেলা।আর এই কৃষি মেলায় তাদের উৎপাদিত পণ্য তুলে ধরতে পেরে খুশি স্থানীয় কৃষকেরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জৈব চাষের উপর জোর দিতে কুলতলিতে কৃষি মেলা

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের কৃষিজীবি,মউলে, মৎস্যজীবিদের স্বনির্ভর করার লক্ষে দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশন।আর তাদের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষন দেওয়ার পাশাপাশি কুলতলি, মৈপীঠ,ক্যানিং, গোসাবা,বাসন্তী,মগরাহাট, জয়নগর এলাকার চাষিদের চাষের কাজে বিভিন্ন ধরনের উৎসাহ দেওয়ার ও কাজ করে চলেছে মিশন।আর তাদেরই উদ্যোগে কুলতলি বিধানসভার মধ্য গুড়গুড়িয়া স্কুলে দুদিনের কৃষি মেলা হয়ে গেল।বৃহস্পতিবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, কুলতলি পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু মন্ডল, ভূমি কর্মাধ্যক্ষ সাহাদাত সেখ,নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশনের কর্ণধার অমিতাভ রায় সহ আরো অনেকে।

জৈব চাষের উপর জোর দিতে কুলতলিতে কৃষি মেলা

এই মেলায় এলাকার চাষিদের উৎপাদিত পণ্যের সম্ভার ছিলো এখানে।জৈব উপায়ে চাষ করা বিভিন্ন ধরনের আনাজ নিয়ে এই মেলায় হাজির হয়েছিল কৃষকেরা।এই মেলায় জৈব চাষের উপর আলোচনা সভাতে অংশ নেন একাধিক কৃষি বিশেষজ্ঞগন।পাশাপাশি স্কুলের ছাত্র ছাএীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।মেলা শেষ হয় শুক্রবার।এব্যাপারে এই মেলার উদ্যোক্তা নিমপীঠ লোকমাতা রানী রাসমণি মিশনের কর্ণধার অমিতাভ রায় বলেন,এই এলাকার চাষিদের উৎপাদিত পণ্যের বাজার তৈরি করতে ও জৈব চাষের উপর আরও জোর দিতে আমরা প্রতি বছর এই মেলার আয়োজন করি।আর এই এলাকার মানুষের পূর্ণ সহায়তা পাই এই মেলাতে।মূলত জৈব চাষের প্রতি আরো কৃষকদের এগিয়ে আনতে ও স্থায়ী কর্মসংস্থান গড়ে তুলতে আমাদের এই মেলা।আর এই কৃষি মেলায় তাদের উৎপাদিত পণ্য তুলে ধরতে পেরে খুশি স্থানীয় কৃষকেরা।