১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মক্কার মসজিদুল হারামে এআই রোবট

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার
  • / 12

মক্কা, ১০ মার্চ: মক্কার গ্র্যান্ড মসজিদে একটি অত্যাধুনিক রোবট চালু করা হয়েছে, যা একই সঙ্গে বিভিন্ন ভাষায় মুসল্লিদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেবে। মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্ম বিষয়ক প্রধান আবদুর রহমান আস সুদাইস মুসল্লিসহ, হজ ও উমরাযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষে ‘মানারা’ রোবট নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেশিনটি চালু করেছেন।

 

আস সুদাইস ‘মানারা’ রোবটকে একটি এআই আইকন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘একটি সমন্বিত ও নিয়ন্ত্রিত ডাটাবেসের মাধ্যমে শরিয়া-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিডিও কলের মাধ্যমে শীর্ষ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে।‘ রোবটের নকশাটি ইসলামিক সাজসজ্জা দ্বারা অনুপ্রাণিত, যা দুটি পবিত্র মসজিদের স্থাপত্যকে প্রতিফলিত করে।

 

সুদাইস আরও বলেন, ‘ডিজিটাল ও ইলেকট্টনিক অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মুসল্লিদের ইবাদতের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের পরিকল্পনা হলো পবিত্র রমজান মাসের জন্য বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামের বার্তা প্রদান এবং দিকনির্দেশনা দেওয়া।‘বছরের পর বছর ধরে ইসলামের দুটি পবিত্রতম স্থানে ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদানের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। ঐতিহ্যগতভাবে ধর্মীয় নেতারা সরাসরি ধর্মীয় আদেশ প্রদান করতেন।

 

এখন গ্র্যান্ড মসজিদের মুসল্লিরা তাদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেতে স্মার্ট রোবটটি ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে রোবটটি ইবাদত-বন্দেগির বিভিন্ন নিয়ম-কানুনসহ মুসল্লিদের নানা বিষয়ে দিক-নির্দেশনা দেবে। এ ছাড়া বিভিন্ন ভাষায় ফতোয়া, ধর্মীয় হুকুম-আহকাম ও মাসালা-মাসায়েল জানাবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মক্কার মসজিদুল হারামে এআই রোবট

আপডেট : ১০ মার্চ ২০২৫, সোমবার

মক্কা, ১০ মার্চ: মক্কার গ্র্যান্ড মসজিদে একটি অত্যাধুনিক রোবট চালু করা হয়েছে, যা একই সঙ্গে বিভিন্ন ভাষায় মুসল্লিদের ধর্মীয় প্রশ্নের উত্তর দেবে। মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্ম বিষয়ক প্রধান আবদুর রহমান আস সুদাইস মুসল্লিসহ, হজ ও উমরাযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষে ‘মানারা’ রোবট নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেশিনটি চালু করেছেন।

 

আস সুদাইস ‘মানারা’ রোবটকে একটি এআই আইকন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘একটি সমন্বিত ও নিয়ন্ত্রিত ডাটাবেসের মাধ্যমে শরিয়া-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিডিও কলের মাধ্যমে শীর্ষ ধর্মীয় ব্যক্তিদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা যাবে।‘ রোবটের নকশাটি ইসলামিক সাজসজ্জা দ্বারা অনুপ্রাণিত, যা দুটি পবিত্র মসজিদের স্থাপত্যকে প্রতিফলিত করে।

 

সুদাইস আরও বলেন, ‘ডিজিটাল ও ইলেকট্টনিক অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মুসল্লিদের ইবাদতের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের পরিকল্পনা হলো পবিত্র রমজান মাসের জন্য বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামের বার্তা প্রদান এবং দিকনির্দেশনা দেওয়া।‘বছরের পর বছর ধরে ইসলামের দুটি পবিত্রতম স্থানে ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদানের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। ঐতিহ্যগতভাবে ধর্মীয় নেতারা সরাসরি ধর্মীয় আদেশ প্রদান করতেন।

 

এখন গ্র্যান্ড মসজিদের মুসল্লিরা তাদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেতে স্মার্ট রোবটটি ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে রোবটটি ইবাদত-বন্দেগির বিভিন্ন নিয়ম-কানুনসহ মুসল্লিদের নানা বিষয়ে দিক-নির্দেশনা দেবে। এ ছাড়া বিভিন্ন ভাষায় ফতোয়া, ধর্মীয় হুকুম-আহকাম ও মাসালা-মাসায়েল জানাবে।