২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা

আবুল খায়ের
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 26

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে শহরে তাপমাত্রা কিছুটা বাড়লেও আর্দ্র পূবালি বাতাস এবং পশ্চিমা বাতাসের সংঘর্ষে গোটা দক্ষিণবঙ্গজুড়ে তৈরি হয়েছে ঘন কুয়াশার চাদর। বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশপাশি ঘন কুয়াশায় ধেকে যায় কলকাতা শহর। আর প্রবল কুয়াশার জেরে সকাল ৫টার পর থেকে ৯টা পর্যন্ত কার্যত বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোট ২১টি বিমান অবতরণে বিলম্ব হয়েছে। অন্যদিকে ঘন কুয়াশার জেরে বিমানবন্দরের রানওয়ের দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় ৩৯টি বিমান নির্ধারিত সময়ে উড়তে পারেনি। দৃশ্যমানতা অস্বাভাবিক কম থাকায় ১১টি বিমানকে অন্যান্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান দমদম বিমান বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুয়াশার জেরে ব্যহত বিমান পরিষেবা

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে শহরে তাপমাত্রা কিছুটা বাড়লেও আর্দ্র পূবালি বাতাস এবং পশ্চিমা বাতাসের সংঘর্ষে গোটা দক্ষিণবঙ্গজুড়ে তৈরি হয়েছে ঘন কুয়াশার চাদর। বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশপাশি ঘন কুয়াশায় ধেকে যায় কলকাতা শহর। আর প্রবল কুয়াশার জেরে সকাল ৫টার পর থেকে ৯টা পর্যন্ত কার্যত বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মোট ২১টি বিমান অবতরণে বিলম্ব হয়েছে। অন্যদিকে ঘন কুয়াশার জেরে বিমানবন্দরের রানওয়ের দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় ৩৯টি বিমান নির্ধারিত সময়ে উড়তে পারেনি। দৃশ্যমানতা অস্বাভাবিক কম থাকায় ১১টি বিমানকে অন্যান্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান দমদম বিমান বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার।