ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে দেশত্যাগের নির্দেশ আলজেরিয়ার

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
- / 28
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় ‘ঘাড়ে ধরেই’ ফরাসি দূতাবাসের ১২ কর্মকর্তাকে বের করে দিচ্ছে আলজেরিয়া। তাদেরকে দেশত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে। সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দেশটির গণমাধ্যম ‘লে ফিগারো’কে বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট বলেন, ফ্রান্সের জাতীয় নিরাপত্তার প্রতি গুরুতর হুমকি সন্দেহে তিন আলজেরীয় নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে সম্ভবত এ নির্দেশ এসেছে। ফ্রান্সের বিএফএম টিভি জানিয়েছে, আলজেরিয়ার এই সিদ্ধান্তকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।
আলজেরিয়া সরকারের প্রতি এ নির্দেশ অনতিবিলম্বে প্রত্যাহারের আবেদন জানিয়ে তিনি বলেছেন, নির্দেশ প্রত্যাহার না করা হলে শিগগিরই ফ্রান্সও যথাযথ ব্যবস্থা নেবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন, ‘আমি আলজেরিয়ার সরকারকে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। যদি আমাদের কর্মকর্তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে অবিলম্বে পালটা ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকবে না’।
আমির বোখোরস ‘আমির ডিজেড’ নামেও পরিচিত। তিনি আলজেরিয়ান সরকারের একজন বিরোধী এবং টিকটকে তার দশ লাখের বেশি অনুসারী রয়েছে। তিনি ২০১৬ সাল থেকে ফ্রান্সে আছেন এবং ২০২৩ সালে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল।
তার আইনজীবীর মতে, ২০২৪ সালের এপ্রিলে তাকে অপহরণ করা হয় এবং পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছিল। আলজেরিয়া বোখোরসকে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে আনার দাবি করছে। তার বিরুদ্ধে জালিয়াতি এবং সন্ত্রাসী অপরাধের অভিযোগে ৯টি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে