১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অমৃতপাল সিংহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী! শুরু হয়েছে জোর জল্পনা

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৭ সালে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ইতিমধ্যেই অমৃতপাল সিংহকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার চিত্রনাট্য লেখা শুরু হয়েছে।  আকালি দল (ওয়ারিস পাঞ্জাব দে) ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য খাদুর সাহেবের সাংসদ অমৃতপাল সিংহকে দলের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য যে, বর্তমানে অমৃতপাল সিংহ আসামের একটি জেলে বন্দী রয়েছেন। অমৃতপাল সিংহ ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের প্রধান এবং খালিস্তানপন্থী শিখ প্রচারক। তিনি ২০২৪ সালে পাঞ্জাবের খাদুর সাহেব থেকে স্বতন্ত্র সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি জেলে থাকা অবস্থায় মনোনয়ন জমা দেন এবং তার দলের কর্মীরা তার পক্ষে জোর প্রচার চালান। প্রসঙ্গত উল্লেখ্য যে, আজনালা থানায় হামলা এবং খালিস্তানি কার্যকলাপ প্রচারের অভিযোগে ২০২৩ সালের এপ্রিল মাসে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি আসামের ডিব্রুগড় জেলে বন্দী।

জানা যায়, রবিবার আকালি দল (ওয়ারিস পাঞ্জাব দে) সিংকে তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তালওয়ান্দি সাবোতে অনুষ্ঠিত বৈশাখী সম্মেলনের সময় দলটি এই ঘোষণা করে। খবর অনুযায়ী, ফরিদকোটের সাংসদ সরবজিৎ সিং খালসা আগামী দেড় বছরের জন্য অমৃতপাল সিংহের পক্ষে প্রচার চালানোর জন্য দলীয় কর্মীদের কাছে আবেদন করেছেন।

অমৃতপাল সিংহ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের খাদুর সাহেব লোকসভা আসন থেকে ৩৮ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী অমৃতপাল  ৪,০৪,৪৩০ ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের কুলবীর সিং ২,০৭,৩১০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। একই সঙ্গে এই লোকসভা আসনে আম আদমি পার্টি তৃতীয় স্থানে ছিল, যার প্রার্থী লালজিৎ সিং ভুল্লার ১,৯৪,৮৩৬ ভোট পেয়েছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমৃতপাল সিংহ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী! শুরু হয়েছে জোর জল্পনা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৭ সালে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ইতিমধ্যেই অমৃতপাল সিংহকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার চিত্রনাট্য লেখা শুরু হয়েছে।  আকালি দল (ওয়ারিস পাঞ্জাব দে) ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য খাদুর সাহেবের সাংসদ অমৃতপাল সিংহকে দলের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য যে, বর্তমানে অমৃতপাল সিংহ আসামের একটি জেলে বন্দী রয়েছেন। অমৃতপাল সিংহ ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের প্রধান এবং খালিস্তানপন্থী শিখ প্রচারক। তিনি ২০২৪ সালে পাঞ্জাবের খাদুর সাহেব থেকে স্বতন্ত্র সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি জেলে থাকা অবস্থায় মনোনয়ন জমা দেন এবং তার দলের কর্মীরা তার পক্ষে জোর প্রচার চালান। প্রসঙ্গত উল্লেখ্য যে, আজনালা থানায় হামলা এবং খালিস্তানি কার্যকলাপ প্রচারের অভিযোগে ২০২৩ সালের এপ্রিল মাসে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি আসামের ডিব্রুগড় জেলে বন্দী।

জানা যায়, রবিবার আকালি দল (ওয়ারিস পাঞ্জাব দে) সিংকে তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তালওয়ান্দি সাবোতে অনুষ্ঠিত বৈশাখী সম্মেলনের সময় দলটি এই ঘোষণা করে। খবর অনুযায়ী, ফরিদকোটের সাংসদ সরবজিৎ সিং খালসা আগামী দেড় বছরের জন্য অমৃতপাল সিংহের পক্ষে প্রচার চালানোর জন্য দলীয় কর্মীদের কাছে আবেদন করেছেন।

অমৃতপাল সিংহ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের খাদুর সাহেব লোকসভা আসন থেকে ৩৮ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী অমৃতপাল  ৪,০৪,৪৩০ ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের কুলবীর সিং ২,০৭,৩১০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। একই সঙ্গে এই লোকসভা আসনে আম আদমি পার্টি তৃতীয় স্থানে ছিল, যার প্রার্থী লালজিৎ সিং ভুল্লার ১,৯৪,৮৩৬ ভোট পেয়েছিলেন।