৩১ অগাস্ট ২০২৫, রবিবার, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় মাথাপিছু ২,৫০০ টাকার ঘোষণা, তবে… ?

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
  • / 115

নয়াদিল্লি, ৮ মার্চ: দিল্লির বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রিসভা বাৎসরিক ৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ বাস্তবায়িত করতে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় রাজধানীর বাসিন্দা মহিলারা ২ হাজার ৫০০ টাকা করে প্রতিমাসে আর্থিক সহযোগিতা পাবেন। তবে যোগ্য প্রার্থীরা। প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে রাজধানীর বাসিন্দা মহিলাদের প্রতি মাসে মাথাপিছু ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দিল্লি বিজেপির মহিলা মোর্চা জহরলাল নেহরু স্টে ডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেন, ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ বাস্তবায়িত করতে তাঁর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রয়েছেন কয়েকজন মন্ত্রী। এই যোজনার সুবিধালাভ করতে আগ্রহী মহিলারা নাম নথিভুক্ত করতে পারবেন একটি পোর্টালে। তবে ওই পোর্টাল কবে নাগাদ চালু করা হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এদিন মহিলা মোর্চা আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা।

সূত্রের খবর, এদিন ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় নির্বাচনী প্রতিশ্রুতিমাফিক রাজধানীর বাসিন্দা মহিলাদের মাথাপিছু মাসিক ২,৫০০ টাকা করে সহায়তা করা হবে জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও। অন্যদিকে, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে মহিলাদের জন্যে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেছেন, ‘দিল্লিতে নারী সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দিল্লি সরকার। এজন্যে সিসিটিভির সংখ্যাবৃদ্ধির পাশাপাশি পিঙ্ক পুলিশ স্টেশন চালু করা নিয়ে আলোচনা চলছে’।

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় মাথাপিছু ২,৫০০ টাকার ঘোষণা, তবে… ?

আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার

নয়াদিল্লি, ৮ মার্চ: দিল্লির বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রিসভা বাৎসরিক ৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ বাস্তবায়িত করতে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় রাজধানীর বাসিন্দা মহিলারা ২ হাজার ৫০০ টাকা করে প্রতিমাসে আর্থিক সহযোগিতা পাবেন। তবে যোগ্য প্রার্থীরা। প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে রাজধানীর বাসিন্দা মহিলাদের প্রতি মাসে মাথাপিছু ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দিল্লি বিজেপির মহিলা মোর্চা জহরলাল নেহরু স্টে ডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেন, ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ বাস্তবায়িত করতে তাঁর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রয়েছেন কয়েকজন মন্ত্রী। এই যোজনার সুবিধালাভ করতে আগ্রহী মহিলারা নাম নথিভুক্ত করতে পারবেন একটি পোর্টালে। তবে ওই পোর্টাল কবে নাগাদ চালু করা হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এদিন মহিলা মোর্চা আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা।

সূত্রের খবর, এদিন ‘মহিলা সমৃদ্ধি যোজনা’য় নির্বাচনী প্রতিশ্রুতিমাফিক রাজধানীর বাসিন্দা মহিলাদের মাথাপিছু মাসিক ২,৫০০ টাকা করে সহায়তা করা হবে জানিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও। অন্যদিকে, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে মহিলাদের জন্যে উন্নয়নমূলক একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেছেন, ‘দিল্লিতে নারী সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দিল্লি সরকার। এজন্যে সিসিটিভির সংখ্যাবৃদ্ধির পাশাপাশি পিঙ্ক পুলিশ স্টেশন চালু করা নিয়ে আলোচনা চলছে’।