ফের আমেরিকায় মৃত্যু ভারতীয়র, আত্মহত্যা অনুমান পুলিশের

- আপডেট : ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 77
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয়র। নিখোঁজ থাকার পর ভারতীয় যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবকের নাম কোল্লি অভিষেক। পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাসিন্দা অভিষেক একদিন ধরে নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়েছে। ওই যুবক আত্মহত্যা করেছে বলেই অনুমান করছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে শেষবার দেখা গিয়েছিল কোল্লি অভিষেককে। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় পুলিশকে বিষয়টি জানানোর পর তারা তল্লাশি শুরু করে। যদিও শনিবার ভারতীয় যুবকের কোনও খোঁজ পায়নি পুলিশ। পরদিন রবিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দিলে তারা অভিষেকের দেহটি উদ্ধার করে।
এক বছর আগে বিবাহ করেন অভিষেক। স্ত্রীকে নিয়ে ফিনিক্সে থাকতেন। যদিও পরে প্রিন্সটনে চলে যান তারা। মৃতের ভাই অরবিন্দ জানান, গত ছয় মাস ধরে বেকার ছিলেন দাদা। আর্থিক সমস্যার কারণে অশান্তি চলছিল।