০৬ জুলাই ২০২৫, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুয়ারে সরকার ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য  আবেদন করা যাবে সারা বছর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২৩, শনিবার
  • / 15

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক:  রাজ্যের নারীদের সার্বিক উন্নয়নে আরও বেশি নজর দিতেই এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার।লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম  নথিভুক্ত করার জন্য এতদিন দুয়ারে সরকার শিবিরের অপেক্ষায় থাকতে হত বাংলার নারীদের। এবার থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা লাভের জন্য এবার সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে সারা বছরই আবেদন করা যাবে।

সম্প্রতি, নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।চলতি নভেম্বর মাসের শুরুতেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের গ্রামীণ এলাকাগুলির ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্থানীয় বিডিও অফিসেই আবেদন করা যাবে। আর, শহরাঞ্চলের বাসিন্দারা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। অন্যদিকে, কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য যেতে হবে পুরসভায়।আবেদন জমা পড়ার পর উপভোক্তার যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে পরবর্তী পর্যায়ে আধার কার্ড সংযুক্ত থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠানো হবে রাজ্যের পক্ষ থেকে। আগামী দিনে এই প্রকল্পের সুবিধা দিতে অনলাইনেও আবেদনের জন্যও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লাখের বেশি মহিলা উপভোক্তা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে থাকেন। গত দুয়ারে সরকার শিবিরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন রাজ্যের বিপুল সংখ্যক মহিলা। জানা গিয়েছে, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ২ কোটি ছাপিয়ে যাবে বলেই মনে করছেন নবান্নের আধিকারিকরা।

বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য প্রতি মাসে রাজ্য সরকারের খরচ হয় ১ হাজার ১৩৯ কোটি টাকা। নতুন করে আরও নয় লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদানের জন্য আরও অতিরিক্ত ৫০০ কোটি টাকা খরচ হবে রাজ্যের।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুয়ারে সরকার ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য  আবেদন করা যাবে সারা বছর

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, শনিবার

পুবের কলম প্রতিবেদক:  রাজ্যের নারীদের সার্বিক উন্নয়নে আরও বেশি নজর দিতেই এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়ে বিশেষ পদক্ষেপ নিল রাজ্য সরকার।লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম  নথিভুক্ত করার জন্য এতদিন দুয়ারে সরকার শিবিরের অপেক্ষায় থাকতে হত বাংলার নারীদের। এবার থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা লাভের জন্য এবার সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে সারা বছরই আবেদন করা যাবে।

সম্প্রতি, নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।চলতি নভেম্বর মাসের শুরুতেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবান্ন থেকে জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের গ্রামীণ এলাকাগুলির ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্থানীয় বিডিও অফিসেই আবেদন করা যাবে। আর, শহরাঞ্চলের বাসিন্দারা এসডিও অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। অন্যদিকে, কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য যেতে হবে পুরসভায়।আবেদন জমা পড়ার পর উপভোক্তার যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে পরবর্তী পর্যায়ে আধার কার্ড সংযুক্ত থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে টাকা পাঠানো হবে রাজ্যের পক্ষ থেকে। আগামী দিনে এই প্রকল্পের সুবিধা দিতে অনলাইনেও আবেদনের জন্যও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যের ১ কোটি ৯৮ লাখের বেশি মহিলা উপভোক্তা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়ে থাকেন। গত দুয়ারে সরকার শিবিরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন রাজ্যের বিপুল সংখ্যক মহিলা। জানা গিয়েছে, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ২ কোটি ছাপিয়ে যাবে বলেই মনে করছেন নবান্নের আধিকারিকরা।

বর্তমানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য প্রতি মাসে রাজ্য সরকারের খরচ হয় ১ হাজার ১৩৯ কোটি টাকা। নতুন করে আরও নয় লক্ষ উপভোক্তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদানের জন্য আরও অতিরিক্ত ৫০০ কোটি টাকা খরচ হবে রাজ্যের।