২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

California: হিন্দু মন্দিরে হামলা, তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
  • / 7

নয়াদিল্লি, ৯ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (California) শ্রী স্বামীনারায়ণ মন্দিরে সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এই মন্দির দক্ষিণ ক্যালিফোর্নিয়ার (California) সর্ববৃহৎ হিন্দু মন্দির। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) হিন্দু মন্দির হামলাকে ঘৃণ্য আখ্যা দিয়ে দাবি করেছেন, দোষীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ধর্মীয় স্থানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ রাখতে হবে। উল্লেখ্য, শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত।

মন্দিরে ভাঙচুরের ঘটনার পরে ওই মন্দিরের জনসংযোগ বিভাগ এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানিয়েছে,মন্দিরে হামলার ঘটনা ঘটিয়ে মন্দিরকে অপবিত্র করার প্রচেষ্টা চলেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকা নামে একটি সংস্থা। এই সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, হিন্দু মন্দিরে ফের হামলার ঘটনার প্রভাব পড়বে উত্তর আমেরিকার বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বীদের উপর।

আরও পড়ুন: Murshidabad মেডিক্যাল শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

সূত্রের খবর, শ্রী স্বামী নারায়ণ মন্দিরে এই হামলার ঘটনার পর চিনো হিলসের পুলিশ বিভাগের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এপর্যন্ত যারা মন্দিরে ভাঙচুর চালিয়েছে তাঁদের কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। অন্যদিকে, শ্রী স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে সেপ্টেম্বরেও ক্যালিফোর্নিয়ায় (California) অবস্থিত একটি শ্রী স্বামী নারায়ণ মন্দিরে হামলা চলে। এই ঘটনার ১০দিন আগে নিউইয়র্কে অবস্থিত শ্রী স্বামী নারায়ণ মন্দিরেও হামলা চলে। নিউইয়র্কের মন্দিরে ওই হামলার পর নিউইয়র্কস্থিত ভারতের রাষ্ট্রদূত ঘটনার তীব্র নিন্দা করেন। এরপর নতুন হামলার ঘটনার নিন্দা করে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক।

ক্যালিফোর্নিয়ার (California) শ্রী স্বামীনাথন মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে রবিবার প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের ঘটনা তীব্র নিন্দা করছে কংগ্রেস। ঘৃণার ছড়ানোর উদ্দেশ্যে এধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সভ্যসমাজে এধরনের ঘটনা বরদাস্ত করার নয়।

রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এক্স হ্যান্ডেলে যা লিখেছেন:

https://x.com/MEAIndia/status/1898609852730970133/photo/1

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

California: হিন্দু মন্দিরে হামলা, তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের

আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার

নয়াদিল্লি, ৯ মার্চ : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (California) শ্রী স্বামীনারায়ণ মন্দিরে সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এই মন্দির দক্ষিণ ক্যালিফোর্নিয়ার (California) সর্ববৃহৎ হিন্দু মন্দির। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) হিন্দু মন্দির হামলাকে ঘৃণ্য আখ্যা দিয়ে দাবি করেছেন, দোষীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ধর্মীয় স্থানে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ রাখতে হবে। উল্লেখ্য, শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত।

মন্দিরে ভাঙচুরের ঘটনার পরে ওই মন্দিরের জনসংযোগ বিভাগ এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে জানিয়েছে,মন্দিরে হামলার ঘটনা ঘটিয়ে মন্দিরকে অপবিত্র করার প্রচেষ্টা চলেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে কোয়ালিশন অফ হিন্দুজ অফ নর্থ আমেরিকা নামে একটি সংস্থা। এই সংস্থার তরফে অভিযোগ করা হয়েছে, হিন্দু মন্দিরে ফের হামলার ঘটনার প্রভাব পড়বে উত্তর আমেরিকার বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বীদের উপর।

আরও পড়ুন: Murshidabad মেডিক্যাল শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

সূত্রের খবর, শ্রী স্বামী নারায়ণ মন্দিরে এই হামলার ঘটনার পর চিনো হিলসের পুলিশ বিভাগের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এপর্যন্ত যারা মন্দিরে ভাঙচুর চালিয়েছে তাঁদের কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। অন্যদিকে, শ্রী স্বামীনারায়ণ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে সেপ্টেম্বরেও ক্যালিফোর্নিয়ায় (California) অবস্থিত একটি শ্রী স্বামী নারায়ণ মন্দিরে হামলা চলে। এই ঘটনার ১০দিন আগে নিউইয়র্কে অবস্থিত শ্রী স্বামী নারায়ণ মন্দিরেও হামলা চলে। নিউইয়র্কের মন্দিরে ওই হামলার পর নিউইয়র্কস্থিত ভারতের রাষ্ট্রদূত ঘটনার তীব্র নিন্দা করেন। এরপর নতুন হামলার ঘটনার নিন্দা করে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক।

ক্যালিফোর্নিয়ার (California) শ্রী স্বামীনাথন মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে রবিবার প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরা বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের ঘটনা তীব্র নিন্দা করছে কংগ্রেস। ঘৃণার ছড়ানোর উদ্দেশ্যে এধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সভ্যসমাজে এধরনের ঘটনা বরদাস্ত করার নয়।

রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এক্স হ্যান্ডেলে যা লিখেছেন:

https://x.com/MEAIndia/status/1898609852730970133/photo/1