নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে জামিন অয়ন শীলের
- আপডেট : ৭ মার্চ ২০২৫, শুক্রবার
- / 2
পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিশেষ সিবিআই আদালতে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়ন শীল ৷ এর আগে গত ডিসেম্বরে ইডির মামলাতে জামিন পান তিনি ৷ শুক্রবার বিশেষ সিবিআই আদালতে জামিন পেলেও এখনই তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না ৷ তাঁর বিরুদ্ধে পুর নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে ৷ তাই আপাতত অয়ন শীল জেলেই থাকবেন। জামিন পেলেও অয়ন শীলের উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত । এক লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে । জামিন পেলেও তাঁকে থাকতে হবে হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতার মধ্যেই।
এই মামলায় নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ আগেই জামিন পেয়েছিলেন। এবার অয়নকে নিয়ে মামলায় পঞ্চম জামিন হল। তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। ২০২৩ সালের মার্চে তাঁকে প্রাথমিক মামলায় গ্রেফতার করেছিল ইডি। পরে একই মামলায় তাঁকে সিবিআইও গ্রেফতার করে।অয়নের বিরুদ্ধে অভিযোগ ছিল, আটজন এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন তিনি। সেই টাকা গিয়েছিল অন্যতম অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে।
পরে পুর নিয়োগ মামলাতেও আলাদা করে গ্রেফতার করা হয় অয়নকে। অভিযোগ, পুরসভায় চাকরির নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন অয়ন। অয়নের সংস্থার মাধ্যমে মোট ১৭টি পুরসভায় দুর্নীতি হয়েছে। মোট ১,৮২৯ জনকে অবৈধ ভাবে নিয়োগ করা হয়েছে বলে দাবি করে সিবিআই।