ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা, জামিন না পেয়েও জেলমুক্তি বাংলাদেশি আওয়ামি লিগের নেতার

- আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
- / 4
বনগাঁ, ৩১ অক্টোবর: এ যেন ঠিক ‘ফির হেরা ফেরি সিনেমার’ সিক্যুয়েল। জামিন পেল এক অভিযুক্ত, মুক্তি পেলেন অন্য আর এক অভিযুক্ত। জামিন না পেয়েও বনগার কারাগার থেকে ছাড়া পেলেন বিচারাধীন এক বাংলাদেশি বন্দি। জানা গেছে ওই বাংলাদেশি বন্দি আওয়ামী লীগের যুব নেতা। ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বনগাঁ সংশোধনাগারে। জানা গেছে, গত ২১ অক্টোবর সীমান্তের কাটা তার অতিক্রম করে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন বাংলাদেশের আওয়ামি লিগের যুব নেতা খলিল খালাসি। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার দিননগরে। বাগদা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ঢোকানোর অভিযোগে ভারতীয় এক ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। নাম অভিজিৎ মণ্ডল।
আরও পড়ুনঃ মহাকুম্ভ মেলায় মুসলিম দোকানে নিষেধাজ্ঞা এবিভিপির
এই ঘটনা সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। স্ক্যানারে আনা হয়েছে বনগাঁ আদালতের জেনারেল রেকর্ড (জিআর) সেকশনের এক কর্মকর্তাকে। বারাসত জেলা আদালত তো বটেই, অনভিপ্রেত এই ঘটনার খোঁজখবর শুরু করেছে কলকাতা হাইকোর্টও।
পরে ধৃতদের বনগাঁ এসিজেএম আদালতে পেশ কড়া হলে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরবর্তী শুনানির দিন ছিল ৪ নভেম্বর। এদিন আদালতে অভিজিৎের আইনজীবী জামিনের আর্জি জানান। সেই আর্জি মঞ্জুরও করে আদালত।
নিয়ম অনুযায়ী, জামিনের অর্ডার কপি বনগাঁ জেলে পৌঁছানোর কথা। কিন্তু তা পৌঁছয়নি। ফলে তাকে জেল থেকে ছাড়া হয়নি। এদিকে অভিযুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মুক্তি দিয়েছে জেল কর্তৃপক্ষ। পুরো ঘটনায় হকচকিয়ে যান অভিজিৎ ও তার আইনজীবী।
তার খোঁজ নিয়ে জানতে পারেন অভিজিৎের রিলিজ কপি জেলে পৌঁছায় নি। অন্য একটি রিলিজ অর্ডার তৈরি করে খলিল খালাসিকে জামিন পাইয়ে দেওয়া হয়েছে।
ওই মামলার খলিল ও অভিজিৎ এর যৌথ আইনজীবী মনোজ সাহা। তিনি বলেন কিভাবে এত বড় ভুল হলো তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসিজিএম। আমরা খলিলের পরিবারের সাথে কথা বলেছি তারাও যথেষ্ট উদ্বিগ্ন। তাদের আশঙ্কা কোন বিরোধী শক্তি খলিলকে জেল থেকে বের করিয়ে তাকে গুম বা অন্য কিছু করল কিনা।
যদিও পরে আরেকটি রিলিজ অর্ডার তৈরি করে অভিজিৎকে ছাড়ানো হয়। ঘটনার পর হইচই পড়ে যায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংশোধনাগার কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে বনগাঁ আদালতের জিআর সেকশনের এক সাব-ইনসপেক্টর এবং এক কনস্টেবলকে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।
বনগাঁ আদালতে টাকার বিনিময়ে নানা বেনিয়ম হচ্ছে বলে অভিযোগ তুলেছেন আইনজীবীরা।
আদালতে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, ‘একজন আসামি সংশোধনাগার থেকে শুনানির আগেই রিলিজ পেয়ে গেল, অথচ তার আইনজীবীই জানেন না! এর মধ্যে বড় চক্রান্ত রয়েছে।’