তীব্র গরমে কম্বল বিতরণ! বিজেপি নেতার কম্বল বিতরণে কটাক্ষ বিরোধীদের

- আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার
- / 45
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্ষান্তবুড়ির দিদি শাশুড়ির/পাঁচ বোন থাকে কালনায়,/ শাড়িগুলো তারা উনুনে বিছায়,/ হাঁড়িগুলো রাখে আলনায়। এইসব খাপছাড়া কাজ শুধু ক্ষান্তবুড়ির দিদি শাশুড়িরা করেন না। বিজেপির নেতা-মন্ত্রীরাও করে থাকেন। সেই কারণে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কম্বল বিতরণ করেন। ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কম্বল দিতে দেখা গেল বিহারের ক্রীড়ামন্ত্রী সুরেন্দ্র মেহতাকে। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ৪৬ তম প্রতিষ্ঠা দিবসে বাছওয়ারা বিধানসভা কেন্দ্রের আহিয়াপুর গ্রামের দরিদ্র বাসিন্দাদের ৫০০টি কম্বল বিতরণ করেন মন্ত্রী।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে এককাট্টা বিরোধী দল, প্রতিবাদে মমতা থেকে রাহুল, স্ট্যালিন
সোশাল মিডিয়ায় কম্বল বিতরণের ছবি শেয়ার করে মন্ত্রী লিখেছেন, “অন্ত্যোদয় এবং জাতি গঠনের চেতনা নিয়ে কাজ করে বিশ্বের বৃহত্তম দল বিজেপি। বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাছওয়ারা বিধানসভা কেন্দ্রের অহিয়াপুর গ্রামের সাধারণ মানুষকে পোশাক দিয়ে সম্মানিত করা হয়েছে।” ভিডিয়োতে দেখা যাচ্ছে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের বিশাল লাইন। তাঁরা বিজেপি নেতার হাত থেকে কম্বল নিচ্ছেন। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিজেপি নেতার কাণ্ড-কারখানা নিয়ে হতবাক সবাই।
বাছয়াড়ার প্রাক্তন সিপিআই বিধায়ক অবধেশ রাই বিজেপি নেতার কম্বল বিতরণের নিন্দা জানিয়ে বলেছেন, ক্রীড়ামন্ত্রী যদি বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বরে এই কম্বল বিতরণ করতেন তাহলে মানুষের উপকার হত। এই প্রখর রোদে কম্বল বিতরণ করার সিদ্ধান্তে আমি হতবাক। শিশুদের জন্য খেলার মাঠ বা ক্রীড়ার ক্ষেত্রে পরিকাঠামো নিয়ে কোনও প্রচেষ্টা নেই বিজেপি নেতার।
ভোটের আগে নির্বাচনী কৌশল বলে মনে করছেন তিনি। তবে মানুষকে আর বোকা বানানো যাবে না। কে কাজ করছে আর কে করছে না সবাই বোঝে বলে জানিয়েছেন। রাস্তার অবস্থা বেহাল। আর এদিকে মন্ত্রী মশাই গরমে কম্বল বিতরণ করছেন, কটাক্ষ সিপিআইয়ের প্রাক্তন বিধায়কের। এই ঘটনা নিয়ে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।