২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

Murshidabad মেডিক্যাল শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার
  • / 252

Murshidabad medical college

পুবের কলম,ওয়েবডেস্ক: Murshidabad সরকারি মেডিক্যাল (medical) হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ। মুর্শিদাবাদ  মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম সাফাতুল্লা শেখ (৫৫)। রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এদিন medical কলেজের হাসপাতাল শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

Murshidabad মেডিক্যাল শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

আরও পড়ুন: অদম্য জেরেই সাফল্য আরিফ বিল্লাহ-র

 

আরও পড়ুন: রাজস্থানে শ্রমিক খুন, কফিনবন্দি হয়ে ফিরছেন মুর্শিদাবাদের ইসমাইল

জানা গেছে, এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। সাফাতুল্লা শেখের বাড়ি জেলার কান্দি থানার  রামেশ্বরপুর গ্রামে। গত দু’দিন আগে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। ঘটনা চাউর করতে পেরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় গোকর্ণ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল (medical) কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ওই ব্যক্তির চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

 

 

read more:Womens World Cup: পাকিস্তানে ফের আন্তর্জাতিক ম্যাচ!

 

আজ সকালে হাসপাতালের বেডে সাফাতুল্লা শেখকে দেখতে পাওয়া যায়নি। এরপর জানা যায়, হাসপাতালের একটি শৌচালয় ভিতর থেকে বন্ধ রয়েছে।শৌচালয়ের জানলা থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। দরজা ভেঙে সাফাতুল্লা শেখের দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

 

পরিবারের অভিযোগ, মৃতকে সারিয়ে তোলার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তাহলে চিকিৎসক, নার্সদের এড়িয়ে কিভাবে সে মেডিক্যালের (medical) শৌচালয়ে আত্মহত্যা করল।

https://www.puberkalom.in/conspiracy-to-disrupt-peace-union-minister-claims/

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Murshidabad মেডিক্যাল শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

আপডেট : ৯ মার্চ ২০২৫, রবিবার

Murshidabad medical college

পুবের কলম,ওয়েবডেস্ক: Murshidabad সরকারি মেডিক্যাল (medical) হাসপাতালে রোগীর ঝুলন্ত দেহ। মুর্শিদাবাদ  মেডিক্যাল কলেজ হাসপাতালে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম সাফাতুল্লা শেখ (৫৫)। রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এদিন medical কলেজের হাসপাতাল শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

Murshidabad মেডিক্যাল শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ

আরও পড়ুন: অদম্য জেরেই সাফল্য আরিফ বিল্লাহ-র

 

আরও পড়ুন: রাজস্থানে শ্রমিক খুন, কফিনবন্দি হয়ে ফিরছেন মুর্শিদাবাদের ইসমাইল

জানা গেছে, এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। সাফাতুল্লা শেখের বাড়ি জেলার কান্দি থানার  রামেশ্বরপুর গ্রামে। গত দু’দিন আগে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। ঘটনা চাউর করতে পেরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় গোকর্ণ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল (medical) কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই ওই ব্যক্তির চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

 

 

read more:Womens World Cup: পাকিস্তানে ফের আন্তর্জাতিক ম্যাচ!

 

আজ সকালে হাসপাতালের বেডে সাফাতুল্লা শেখকে দেখতে পাওয়া যায়নি। এরপর জানা যায়, হাসপাতালের একটি শৌচালয় ভিতর থেকে বন্ধ রয়েছে।শৌচালয়ের জানলা থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। দরজা ভেঙে সাফাতুল্লা শেখের দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

 

পরিবারের অভিযোগ, মৃতকে সারিয়ে তোলার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। তাহলে চিকিৎসক, নার্সদের এড়িয়ে কিভাবে সে মেডিক্যালের (medical) শৌচালয়ে আত্মহত্যা করল।

https://www.puberkalom.in/conspiracy-to-disrupt-peace-union-minister-claims/