মসজিদ লক্ষ্য করে বোম, উত্তেজনা গুজরাতের মোরবিতে
- আপডেট : ৩ নভেম্বর ২০২৪, রবিবার
- / 1
পুবের কলম, ওয়েব ডেস্কঃ মসজিদ লক্ষ্য করে বোম ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে গুজরাতের মোরবিতে। শুক্রবার নাদিম আহমেদ নামে এক ব্যক্তি ঘটনাটির একটি ভিডিও ফুটেজ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই ঘটনা সামনে আসার পর ফের দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দুষ্কৃতীকারীদের পরিচয় জানা যায় নি।
সমাজ মাধ্যমে সামনে সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বয়স্ক ব্যক্তি মসজিদের পাশে সাইকেলে চাপছেন। পিছন থেকে আসে একটি বাইকে চেপে থাকা তিনজন যুবক। তাদের মধ্যে একজন যুবক বিস্ফোরক কোনও কিছুতে আগুন লাগিয়ে মসজিদ লক্ষ্য করে ছুঁড়ে দিল। শুধু বোম জাতীয় পদার্থ নয়। অভিযুক্ত যুবকদের হাতে ছুরিও দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে যে, বয়স্ক ব্যক্তিটি সবেমাত্র নামাজ শেষ করেছিল।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ, এই এলাকায় মুসলিমদের টার্গেট করা হচ্ছে। ধর্ম পালনের উপর আঘাত নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনা প্রতিরোধ করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এই ধরনের ঘটনা শুধুমাত্র এই এলাকায় নয়। সমগ্র গুজরাট জুড়েই লাঞ্ছিত হতে হচ্ছে মুসলমানদের। বিভিন্ন প্রতিবেদনে সামনে এসেছে, দাড়ি বা টুপি পড়া মানুষদের উপর রাজ্যজুড়েই নানাভাবে নামিয়ে আনা হচ্ছে আক্রমণ।
তবে সমাজমাধ্যমে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর সব ধর্মালম্বী মানুষেরাই প্রতিবাদ জানিয়েছেন। এলাকায় সম্প্রীতির পরিবেশ রক্ষা করতে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।