১৪ জুন ২০২৫, শনিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কামরার জন্য করা জনস্বার্থ মামলা খারিজ বম্বে হাইকোর্টের

চামেলি দাস
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 107

পুবের কলম, ওয়েবডেস্ক: আইনের ছাত্র হর্ষবর্ধন খাণ্ডেকরের দায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দিলে বম্বে হাইকোর্ট। বুধবার বম্বে হাইকোর্ট সেই জনস্বার্থ মামলার শুনানিতে জানায়, কৌতুকশিল্পী কুণাল কামরার কমিক ভিডিয়ো শেয়ার বা আপলোড করার জন্য মহারাষ্ট্র সরকার কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি। হর্ষবর্ধন তাঁর জনস্বার্থ মামলায় যুক্তি দিয়েছিলেন, রাজনৈতিক মতামত প্রকাশের জন্য একজন কৌতুকাভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

আরও পড়ুন: ফের রাম রহিমের প্যারোলে মুক্তি, এবার ২১ দিনের ছুটি মঞ্জুর

আরও পড়ুন: পুলিশী পদক্ষেপকে ‘চরমপন্থী’ বলে ভর্ৎসনা আদালতের

মাদ্রাজ নিবাসী কুণাল কামরা হ্যাবিট্যাট স্টুডিয়োতে ‘নয়া ভারত’ নামে একটি অনুষ্ঠান করেন। সেখানে একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি পরিবেশন করা হয়। গানে নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলার অভিযোগ ওঠে। ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর একনাথ শিন্ডে সমর্থিত শিবসেনার সদস্যরা হ্যাবিট্যাট স্টুডিয়োতে ভাঙচুর চালায়। কুণালকে ক্ষমা চাইতে বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দেন কৌতুক শিল্পী কুণাল কামরা। মুম্বইয়ের হোটেলে ভাঙচুর করা নিয়ে প্রশ্ন তুলে ২৫ বছর বয়সী ওই আইনের ছাত্র জনস্বার্থ মামলা দায়ের করেন। প্রধান বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি এম এস কার্নিকের বেঞ্চ জনস্বার্থ মামলাটি গ্রহণ করেননি। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, কুণাল কামরার বিরুদ্ধে দায়ের করা এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছেন কৌতুকশিল্পী স্বয়ং। তিনি দরিদ্র বা নিরক্ষর নন। আপনি কেন তার পক্ষে লড়ছেন। তিনি নিজেই পদক্ষেপ নিতে সক্ষম। হর্ষবর্ধনের আইনজীবী অমিত কাতার্নওয়ারে আদালতে জানান, শিন্ডে সমর্থিত সদস্যরা কামরার কমেডি ভিডিয়ো শেয়ার বা আপলোড করলে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিক সরকারি আইনজীবী হিতেন ভেনেগাঁওকার বেঞ্চকে জানান, সরকার ভিডিয়োটি শেয়ার বা আপলোড করা কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: অস্বস্তিতে কৌতুক শিল্পী, কুণালের বিরুদ্ধে দায়ের আরও ৩ মামলা

আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, রাজ্য কোনও ব্যক্তির উপর প্রতিহিংসাপরায়ণ ব্যবস্থা নেয়নি। তাছাড়া কামরা নিজেই এফআইআর বাতিল করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য মঙ্গলবার বম্বে হাইকোর্ট কুণাল কামরাকে রক্ষাকবচ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছে আদালত। তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা কুণালকে সম্প্রতি অন্তর্বর্তী জামিন দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই জামিনের সময়সীমা সোমবার শেষ হওয়ার কথা। তবে সূত্রের খবর মাদ্রাজ হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের মেয়াদ ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। এছাড়া হ্যাবিট্যাট স্টুডিয়োতে ভাঙচুরের ঘটনায় এফআইআর দায়ের করা হয়। ভাঙচুরের ঘটনায় ১২ জন শিবসেনা কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্তি পান। কুণাল কামরা যেহেতু নিজেই মামলা দায়ের করেছেন, তাই জনস্বার্থ মামলাটি গ্রহণ করতে রাজি নয় বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট।

আরও পড়ুন: শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কামরার জন্য করা জনস্বার্থ মামলা খারিজ বম্বে হাইকোর্টের

আপডেট : ৯ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আইনের ছাত্র হর্ষবর্ধন খাণ্ডেকরের দায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দিলে বম্বে হাইকোর্ট। বুধবার বম্বে হাইকোর্ট সেই জনস্বার্থ মামলার শুনানিতে জানায়, কৌতুকশিল্পী কুণাল কামরার কমিক ভিডিয়ো শেয়ার বা আপলোড করার জন্য মহারাষ্ট্র সরকার কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি। হর্ষবর্ধন তাঁর জনস্বার্থ মামলায় যুক্তি দিয়েছিলেন, রাজনৈতিক মতামত প্রকাশের জন্য একজন কৌতুকাভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

আরও পড়ুন: ফের রাম রহিমের প্যারোলে মুক্তি, এবার ২১ দিনের ছুটি মঞ্জুর

আরও পড়ুন: পুলিশী পদক্ষেপকে ‘চরমপন্থী’ বলে ভর্ৎসনা আদালতের

মাদ্রাজ নিবাসী কুণাল কামরা হ্যাবিট্যাট স্টুডিয়োতে ‘নয়া ভারত’ নামে একটি অনুষ্ঠান করেন। সেখানে একটি জনপ্রিয় হিন্দি গানের প্যারোডি পরিবেশন করা হয়। গানে নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলার অভিযোগ ওঠে। ভিডিয়োটি সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর একনাথ শিন্ডে সমর্থিত শিবসেনার সদস্যরা হ্যাবিট্যাট স্টুডিয়োতে ভাঙচুর চালায়। কুণালকে ক্ষমা চাইতে বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দেন কৌতুক শিল্পী কুণাল কামরা। মুম্বইয়ের হোটেলে ভাঙচুর করা নিয়ে প্রশ্ন তুলে ২৫ বছর বয়সী ওই আইনের ছাত্র জনস্বার্থ মামলা দায়ের করেন। প্রধান বিচারপতি অলোক আরাধে এবং বিচারপতি এম এস কার্নিকের বেঞ্চ জনস্বার্থ মামলাটি গ্রহণ করেননি। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, কুণাল কামরার বিরুদ্ধে দায়ের করা এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছেন কৌতুকশিল্পী স্বয়ং। তিনি দরিদ্র বা নিরক্ষর নন। আপনি কেন তার পক্ষে লড়ছেন। তিনি নিজেই পদক্ষেপ নিতে সক্ষম। হর্ষবর্ধনের আইনজীবী অমিত কাতার্নওয়ারে আদালতে জানান, শিন্ডে সমর্থিত সদস্যরা কামরার কমেডি ভিডিয়ো শেয়ার বা আপলোড করলে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিক সরকারি আইনজীবী হিতেন ভেনেগাঁওকার বেঞ্চকে জানান, সরকার ভিডিয়োটি শেয়ার বা আপলোড করা কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: অস্বস্তিতে কৌতুক শিল্পী, কুণালের বিরুদ্ধে দায়ের আরও ৩ মামলা

আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, রাজ্য কোনও ব্যক্তির উপর প্রতিহিংসাপরায়ণ ব্যবস্থা নেয়নি। তাছাড়া কামরা নিজেই এফআইআর বাতিল করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য মঙ্গলবার বম্বে হাইকোর্ট কুণাল কামরাকে রক্ষাকবচ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছে আদালত। তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা কুণালকে সম্প্রতি অন্তর্বর্তী জামিন দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই জামিনের সময়সীমা সোমবার শেষ হওয়ার কথা। তবে সূত্রের খবর মাদ্রাজ হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের মেয়াদ ১৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। এছাড়া হ্যাবিট্যাট স্টুডিয়োতে ভাঙচুরের ঘটনায় এফআইআর দায়ের করা হয়। ভাঙচুরের ঘটনায় ১২ জন শিবসেনা কর্মীকে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্তি পান। কুণাল কামরা যেহেতু নিজেই মামলা দায়ের করেছেন, তাই জনস্বার্থ মামলাটি গ্রহণ করতে রাজি নয় বলে জানিয়েছে বম্বে হাইকোর্ট।

আরও পড়ুন: শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের