কঠিন সময় পার করছেন ব্রিটেনের মুসলিমরা: স্টারমার

- আপডেট : ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 9

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
লন্ডন: ফিলিস্তিনের গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এবং ব্রিটেনে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব বাড়তে থাকায় চলতি রমযানে যুক্তরাজ্যের মুসলিমরা কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।
সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট-ভিত্তিক সংস্থা অল পার্টি পার্লামেন্টারিয়ানের দেওয়া ইফতার আয়োজন ‘দ্য বিগ ইফতার’-এ যোগ দেন কেয়ার স্টারমার। ইফতার শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত এক বক্তব্যে স্টারমার প্রথমেই যুক্তরাজ্যের বিভিন্ন খাতে অবদানের জন্য ব্রিটেনের মুসলিমদের ধন্যবাদ জানান।
তারপর ফিলিস্তিনের গাজার মুসলিমদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘গাজায় সংঘাত ও সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে ব্রিটেনের মুসলিমরা যে গভীরভাবে ব্যথিত, তা আমি জানি। আমি তাদের ব্যথা অনুভব করতে পারি।’
এরপর যুক্তরাজ্যে মুসলিমদের প্রতি বাড়তে থাকা ঘৃণাপূর্ণ মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্টারমার এবং এ জন্য দেশের উগ্র ডানপন্থিদের দায়ী করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘গত গ্রীষ্মে সাউথপোস্ট শহরে তিন জন অল্পবয়সি মেয়ে নিহত হওয়ার পর থেকে ব্রিটেনে মুসলিমদের প্রতি ঘৃণাপূর্ণ মনোভাব বাড়ছে। বিদ্বেষপূর্ণ কথাবার্তা এবং ভুয়ো তথ্য ছড়ানোর মাধ্যমে এই মনোভাবকে প্রতিদিন উসকে দিচ্ছে উগ্র ডানপন্থীরা। বর্তমানে ঘৃণার যে পরিস্থিতি, তাতে আমি খুবই উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, ব্রিটেনের ইতিহাসে মুসলিমদের লক্ষ্য করে সবচেয়ে বেশি সংখ্যক ঘৃণাপূর্ণ হামলা হয়েছে ২০২৪ সালে। এটা আমাদের জন্য একটি ধাক্কা এবং প্রচণ্ড ধাক্কা।’