২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাব পার্কিং নিয়ে বচসা, যাদবপুরে চালককে পিটিয়ে খুন

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক:  ক্যাব পার্কিং নিয়ে বচসা। খাস কলকাতায় পিটিয়ে খুন ক্যাব চালককে। বুধবার রাতে যাদবপুরের বিজয়গড় সংলগ্ন একটি রাস্তায় ঘটনাটি ঘটেছে। শনিবার হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই ক্যাব চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত ক্যাব চালকের নাম জয়ন্ত। বুধবার রাতে বাড়ি ফেরার পথে ক্যাব পার্কিং নিয়ে স্থানীয়দের মধ্যে বচসা বাঁধে। এদিন বিজয়গড়ের লালকা মাঠের কাছে পার্কিং-এর সময় একটি স্কুটারে ধাক্কা মারে ক্যাবটি। যেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বেশ কয়েক যুবকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় জয়ন্তের। মার খেয়ে মাটিতে পড়ে যায় তিনি।উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় ক্যাব চালকের। । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় একের পর এক এই গণপিটুনির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় পুলিশ আধিকারিক সতর্কবার্তা দিয়েছেন। জানিয়েছেন, কোনওভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যাব পার্কিং নিয়ে বচসা, যাদবপুরে চালককে পিটিয়ে খুন

আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ক্যাব পার্কিং নিয়ে বচসা। খাস কলকাতায় পিটিয়ে খুন ক্যাব চালককে। বুধবার রাতে যাদবপুরের বিজয়গড় সংলগ্ন একটি রাস্তায় ঘটনাটি ঘটেছে। শনিবার হাসপাতালে চিকিৎসা চলাকালীন ওই ক্যাব চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মৃত ক্যাব চালকের নাম জয়ন্ত। বুধবার রাতে বাড়ি ফেরার পথে ক্যাব পার্কিং নিয়ে স্থানীয়দের মধ্যে বচসা বাঁধে। এদিন বিজয়গড়ের লালকা মাঠের কাছে পার্কিং-এর সময় একটি স্কুটারে ধাক্কা মারে ক্যাবটি। যেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বেশ কয়েক যুবকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় জয়ন্তের। মার খেয়ে মাটিতে পড়ে যায় তিনি।উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শনিবার সকালে মৃত্যু হয় ক্যাব চালকের। । স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতায় একের পর এক এই গণপিটুনির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় পুলিশ আধিকারিক সতর্কবার্তা দিয়েছেন। জানিয়েছেন, কোনওভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না।