০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 209

পুবের কলম, ওয়েবডেস্ক: কটূক্তি করতে করতে ধাওয়া। গাড়িতে লাগাতার ধাক্কা। মদ্যপ যুবকদের তাড়া খেয়ে উল্টে গেল গাড়ি। গাড়ি উল্টে মৃত্যু চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। বয়স ২৭। জানা গেছে, এদিন মদ খেয়ে তাঁকে ধাওয়া করে অভিযুক্ত যুবকরা।

 

আরও পড়ুন: RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি ‘শঙ্কর’-র মৃত্যু

READ MORE: স্যালাইন কাণ্ড: জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার 

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

 

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

চলে অকথ্য নোংরা কথা। মজা নিতে বারবার তরুণীর গাড়িতে ধাক্কাও দেয় অভিযুক্তরা। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত বেগে গাড়ি ছুটাই। এরপরেই ভুল পথে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তারপর  গাড়ি উল্টে যায়। । চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি চার জনও। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়। পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ৷ মৃতা  হুগলির চন্দননগরের বাসিন্দা৷

 

উল্লেখ্য,  মৃতা তরুণী ইভেন্ট সংস্থার কর্মী ছিলেন। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন চন্দননগর থেকে গাড়ি করে  বের হয় তারা। গন্তব্যস্থল ছিল বিহারের গয়া । রবিবার রাতে পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রল পাম্পে তেল ভরতে গাড়িটি থামে। তেলভরে  আবার গন্তব্যর জন্য যাওয়া শুরু করে। তারপর গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড় অভিমুখে যাওয়া শুরু করে।  তখনই আরও একটি সাদা রংয়ের গাড়ি (চারচাকা)  তরুণীর গাড়িকে ধাওয়া করে। তারপরেই দুর্ঘটনাটি ঘটে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কটূক্তি করতে করতে ধাওয়া। গাড়িতে লাগাতার ধাক্কা। মদ্যপ যুবকদের তাড়া খেয়ে উল্টে গেল গাড়ি। গাড়ি উল্টে মৃত্যু চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। বয়স ২৭। জানা গেছে, এদিন মদ খেয়ে তাঁকে ধাওয়া করে অভিযুক্ত যুবকরা।

 

আরও পড়ুন: RIP Shankar: দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতি ‘শঙ্কর’-র মৃত্যু

READ MORE: স্যালাইন কাণ্ড: জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার 

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

 

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

চলে অকথ্য নোংরা কথা। মজা নিতে বারবার তরুণীর গাড়িতে ধাক্কাও দেয় অভিযুক্তরা। মত্ত যুবকদের হাত থেকে বাঁচতে দ্রুত বেগে গাড়ি ছুটাই। এরপরেই ভুল পথে ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। তারপর  গাড়ি উল্টে যায়। । চোট পেয়েছেন ওই গাড়িতে থাকা বাকি চার জনও। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয়। পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ৷ মৃতা  হুগলির চন্দননগরের বাসিন্দা৷

 

উল্লেখ্য,  মৃতা তরুণী ইভেন্ট সংস্থার কর্মী ছিলেন। একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন চন্দননগর থেকে গাড়ি করে  বের হয় তারা। গন্তব্যস্থল ছিল বিহারের গয়া । রবিবার রাতে পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পেট্রল পাম্পে তেল ভরতে গাড়িটি থামে। তেলভরে  আবার গন্তব্যর জন্য যাওয়া শুরু করে। তারপর গাড়িটি জাতীয় সড়ক ধরে পানাগড় অভিমুখে যাওয়া শুরু করে।  তখনই আরও একটি সাদা রংয়ের গাড়ি (চারচাকা)  তরুণীর গাড়িকে ধাওয়া করে। তারপরেই দুর্ঘটনাটি ঘটে।