লন্ডনে পৌঁছলেন Mamata, সঙ্গে মুখ্যসচিব এবং শিল্পপতিরা

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 164
পুবের কলম, ওয়েবডেস্ক: লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। রবিবার মমতার কোনও সরকারি কর্মসূচি নেই। মুখ্যমন্ত্রী থাকবেন সেন্ট জেমস কোর্ট হোটেলে। যা বাকিংহাম প্যালেস থেকে ঢিলছোড়া দূরত্বে। এর আগেও লন্ডনে এই হোটেলেই থেকেছেন তিনি। তবে লন্ডনে সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টি হচ্ছে। তামপাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব এবং ডাইরেক্টর সিকিওরিটি পীযূষ পাণ্ডে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মহঙ্কা, উমেশ চৌধুরী ও সন্তোষ বাঙ্গার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও লন্ডন সফরে মমতার সঙ্গে আছেন।
আরও পড়ুন: ৭ দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনশৃঙ্খলা দেখতে বিশেষ টাস্ক ফোর্স
ছ’দিনের ব্রিটেন সফরে হিথরো বিমানন্দরেই নামলেন মুখ্যমন্ত্রী। আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাটের জেরে লন্ডনের হিথরো বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়। তার জেরে প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায় মুখ্যমন্ত্রীর সফর শুরুর সময়। শনিবার সকালের বদলে রাত ৮টা নাগাদ দুবাই হয়ে লন্ডনে পাড়ি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উল্লেখ্য, ২৫, ২৬ এবং ২৭ মার্চ এই তিনদিন একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বাণিজ্য বৈঠক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গেও একটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্বসূচি অনুযায়ী ২৮ তারিখ লন্ডন থেকে কলকাতায় রওনা দেবেন মুখ্যমন্ত্রী।