১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

আবুল খায়ের
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার
  • / 3

পুবের কলম, ওয়েব ডেস্কঃ চিকিৎসাধীন বিশিষ্ট গণসংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দেখতে এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর বাজেট অধিবেশনের ব্যস্ততা, তারপর সাংবাদিক সম্মেলন শেষ করে বুধবার সন্ধ্যায় হাসাপাতালে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গত দু’দিন ধরে উনি রেসপন্স করছিলেন। অবস্থা খুব ক্রিটিক্যাল। তবে আশা করছি উনি সুস্থ হয়ে উঠবেন। উনি সাড়া দিচ্ছেন। ডায়ালেসিসের পরে কিছুটা ভালো আছেন। বউদির (প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী সঙ্গে কথা হয়েছে আমার।”

উল্লেখ্য, “আমি বাংলায় গান গাই” -এর স্রষ্টা বর্ষীয়ান এই সংগীত শিল্পী বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেপ্টিসেমিয়া ও নিমুনিয়ায় ভুগছেন প্রতুল। প্রস্রাবের সমস্যা থাকায় মঙ্গলবার দুপুরে ডায়লেসিস করা হয়েছিল। রক্তে অক্সিজেনের পরিমাণের কমে যাওয়ায় তাঁকে সিসিইউ বিভাগে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ গায়ক।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ চিকিৎসাধীন বিশিষ্ট গণসংগীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় দেখতে এসএসকেএমে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর বাজেট অধিবেশনের ব্যস্ততা, তারপর সাংবাদিক সম্মেলন শেষ করে বুধবার সন্ধ্যায় হাসাপাতালে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গত দু’দিন ধরে উনি রেসপন্স করছিলেন। অবস্থা খুব ক্রিটিক্যাল। তবে আশা করছি উনি সুস্থ হয়ে উঠবেন। উনি সাড়া দিচ্ছেন। ডায়ালেসিসের পরে কিছুটা ভালো আছেন। বউদির (প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী সঙ্গে কথা হয়েছে আমার।”

উল্লেখ্য, “আমি বাংলায় গান গাই” -এর স্রষ্টা বর্ষীয়ান এই সংগীত শিল্পী বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেপ্টিসেমিয়া ও নিমুনিয়ায় ভুগছেন প্রতুল। প্রস্রাবের সমস্যা থাকায় মঙ্গলবার দুপুরে ডায়লেসিস করা হয়েছিল। রক্তে অক্সিজেনের পরিমাণের কমে যাওয়ায় তাঁকে সিসিইউ বিভাগে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ গায়ক।