৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

চামেলি দাস
  • আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 73

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার দুপুরে দিঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন মন্দির চত্বর। মন্দিরের পুরোহিতদের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন রয়েছে দিঘার এই জগন্নাথ মন্দিরে, জানান মুখ্যমন্ত্রী।বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞ। হোমযজ্ঞে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Pahalgam terror attack: হিন্দু হত্যা প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন আসাদউদ্দিন ওয়েইসি

সোমবার হাওড়ার ডুমুরজলা থেকে কপ্টারে চেপে দিঘার উদ্দেশে রওনা হন মমতা। যাওয়ার আগে তিনি বলেন, ‘‘জগন্নাথধামে যাচ্ছি। সবাই ভাল থেকো। নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রেখো।’’এই মন্দিরের জন্য পর্যটক সমাগম বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও বলেন, দিঘার এই জগন্নাথধাম ‘বাংলার হাজার হাজার বছরের পুরনো স্থাপত্যকলা’ তুলে ধরা হয়েছে।মন্দির সূত্রে খবর, বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন উপাচার শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্তও মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, এই আচারে যোগ দিতেই সোমবার দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

গত বৃহস্পতিবার থেকে দিঘার জগন্নাথ মন্দিরে চারটি কুণ্ডের মাঝে মহাকুণ্ড জ্বালিয়ে চলছে যজ্ঞ। চলছে মন্ত্রোচ্চারণ। মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ওই দিন পর্যন্ত রোজই হোমযজ্ঞ চলবে বলে মন্দির সূত্রে খবর।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রয়েছে কড়া নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ৮০০ পুলিশরক্ষী মোতায়েন করা হচ্ছে মন্দির চত্বরে। পাশের জেলাগুলি থেকেও আনা হচ্ছে পুলিশ বাহিনী।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

সোমবার থেকে বুধবার পর্যন্ত ওল্ড দিঘা থেকে নিউ দিঘার জগন্নাথ ধাম পর্যন্ত ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজ্যবাসীকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার দুপুরে দিঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন মন্দির চত্বর। মন্দিরের পুরোহিতদের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন রয়েছে দিঘার এই জগন্নাথ মন্দিরে, জানান মুখ্যমন্ত্রী।বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। মঙ্গলবার বিশেষ হোমযজ্ঞ। হোমযজ্ঞে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Pahalgam terror attack: হিন্দু হত্যা প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন আসাদউদ্দিন ওয়েইসি

সোমবার হাওড়ার ডুমুরজলা থেকে কপ্টারে চেপে দিঘার উদ্দেশে রওনা হন মমতা। যাওয়ার আগে তিনি বলেন, ‘‘জগন্নাথধামে যাচ্ছি। সবাই ভাল থেকো। নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রেখো।’’এই মন্দিরের জন্য পর্যটক সমাগম বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও বলেন, দিঘার এই জগন্নাথধাম ‘বাংলার হাজার হাজার বছরের পুরনো স্থাপত্যকলা’ তুলে ধরা হয়েছে।মন্দির সূত্রে খবর, বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন উপাচার শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্তও মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, এই আচারে যোগ দিতেই সোমবার দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

গত বৃহস্পতিবার থেকে দিঘার জগন্নাথ মন্দিরে চারটি কুণ্ডের মাঝে মহাকুণ্ড জ্বালিয়ে চলছে যজ্ঞ। চলছে মন্ত্রোচ্চারণ। মঙ্গলবার হবে মহাযজ্ঞ। ওই দিন পর্যন্ত রোজই হোমযজ্ঞ চলবে বলে মন্দির সূত্রে খবর।উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রয়েছে কড়া নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ৮০০ পুলিশরক্ষী মোতায়েন করা হচ্ছে মন্দির চত্বরে। পাশের জেলাগুলি থেকেও আনা হচ্ছে পুলিশ বাহিনী।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

সোমবার থেকে বুধবার পর্যন্ত ওল্ড দিঘা থেকে নিউ দিঘার জগন্নাথ ধাম পর্যন্ত ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজ্যবাসীকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

digha jagannath dham: 'অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি'-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী