৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিভিকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 55

পুবের কলম, ওয়েবডেস্ক: সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম আবদুর রউফ (৩৫)। বাড়ি কুতুবপুরে। রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার জয়পুর এলাকায় কালভার্টের নিচ থেকে সিভিকের ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়।

আরও পড়ুন: সমবায় ভোটে তৃণমূলের বিপুল জয় কাঁথিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে থানার ডিউটি শেষে বাইকে চাপেন আবদুর রউফ। কিন্ত রাতে তিনি বাড়ি ফেরেননি। রবিবার সকালে মাঠের লোকেরা দেখেন জয়পুর কালভার্টের নিচে সংজ্ঞাহীন অবস্থায় বাইক সহ পড়ে আছে আবদুর। রক্তাক্ত মুখের পাশাপাশি মোটর সাইকেলের মধ্যে আবদুরের একটা পা আটকে রয়েছে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গভীর রাতে বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সাগরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিভিকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম আবদুর রউফ (৩৫)। বাড়ি কুতুবপুরে। রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার জয়পুর এলাকায় কালভার্টের নিচ থেকে সিভিকের ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার হয়।

আরও পড়ুন: সমবায় ভোটে তৃণমূলের বিপুল জয় কাঁথিতে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে থানার ডিউটি শেষে বাইকে চাপেন আবদুর রউফ। কিন্ত রাতে তিনি বাড়ি ফেরেননি। রবিবার সকালে মাঠের লোকেরা দেখেন জয়পুর কালভার্টের নিচে সংজ্ঞাহীন অবস্থায় বাইক সহ পড়ে আছে আবদুর। রক্তাক্ত মুখের পাশাপাশি মোটর সাইকেলের মধ্যে আবদুরের একটা পা আটকে রয়েছে দেখা যায়। স্থানীয়রা উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গভীর রাতে বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সাগরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।