ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার ইসরাইলি তরুণী, ভর্তি হাসপাতালে

- আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার ইসরাইলি তরুণী। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ কর্নাটকে ঘটনাটি ঘটেছে। ওই ইসরাইলি পর্যটক ছাড়াও গণধর্ষণের শিকার হোমস্টের মালকিন! শুধু তাই নয়, তরুণী সঙ্গে ঘুরতে যাওয়া তিন পুরুষ পর্যটককে ধাক্কা মেরে খালে ফেলে দিয়েছে বলে অভিযোগ। দু’জনের খোঁজ মিললেও একজনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত তিন যুবককে খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাত চার পর্যটক মিলে একটি খালের ধারে ঘুরতে যান। তাঁদের মধ্যে ছিলেন ইসরাইলের এক তরুণী, ড্যানিয়েল নামে আমেরিকার এক যুবক, মহারাষ্ট্রের পঙ্কজ ও ওড়িশার বিভাস নামে এক যুবক। সকলকে নিয়ে গিয়েছিলেন ২৯ বছরের এক তরুণী। যিনি হোমস্টের মালকিন। সানাপুরের কাছে তাঁদের উপর হামলা। এদিন রাতের খাবার শেষ করে খালের ধারে ঘুরতে গেলে তিনজন যুবক বাইকে চেপে তাঁদের দিকে এগিয়ে আসে। প্রথমে পেট্রোল নেওয়ার বাহানাতে তাঁদের দিকে সাহায্য চাইতে আসে অভিযুক্তরা। এরপর পর্যটকদের থেকে ১০০ টাকা চায়। টাকা দিতে আপত্তি করায় তারা হামলা চালায়। ড্যানিয়েল, পঙ্কজ ও বিভাসকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। তারপর তাঁর ও ইসরাইলি তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের গণধর্ষণ করে বলে অভিযোগ। আপাতত চিকিৎসাধীন তাঁরা। হাসপাতালে গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে তাঁদের। অন্যদিকে ঘটনায় পঙ্কজ ও ড্যানিয়েল কোনওভাবে খাল থেকে সাঁতরে উঠে আসে। তবে বিভাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ বিভাসের দেহ উদ্ধার হয়েছে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আলাদা টিম গঠন করা হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তদের ধরা হবে।