১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 100

পুবের কলম, ওয়েবডেস্ক: সংখ্যাধিক্যের বলে উভয় কক্ষে পাশ ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)। ‘অসাংবিধানিক’ বলে অভিযোগ করা হয়েছিল আগেই। এ বার সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানাল হাতশিবির। তামিলনাড়ুর ডিএমকে-র পর সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জয়রাম রমেশ লেখেন, ‘কংগ্রেস খুব শীঘ্রই ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill), ২০২৪-এর সাংবিধানিকতা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে। আমরা আত্মবিশ্বাসী এবং ভারতের সংবিধানে থাকা নীতি, বিধান এবং অনুশীলনের উপর মোদি সরকারের সমস্ত আক্রমণ প্রতিহত করব।

এদিন রামেশ আরও লেখেন, তথ্য জানার অধিকার আইন, সুপ্রিম কোর্টে ২০০৫ এর ২০১৯ সালের সংশোধনী নিয়ে কংগ্রেসের চ্যালেঞ্জের শুনানি এখনও জারি রয়েছে। ২০২৪ সালে নির্বাচনী বিধি সংস্কারের বৈধতা নিয়েও শীর্ষ আদালতে দরজায় কড়া নাড়ে ‘হাত’। একই ভাবে বিতর্কিত ওয়াকফ বিল (Waqf Amendment Bill) নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে কংগ্রেস ।

ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি বলছেন, “সংখ্যাগরিষ্ঠতার বলে চাপিয়ে দেওয়া হয়েছে বিল। এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বলা বাহুল্য, টানা ১২ ঘণ্টা ম্যারাথন আলোচনার পর বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ বিল(Waqf Amendment Bill)। একইভাবে দীর্ঘ ১৩ ঘণ্টা বিতর্কের পরে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও ১২৮-৯৫ ভোটে পাশ হয় সংশ্লিষ্ট বিলটি। তবে নয়া বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম দু’জন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। যা মুসলিমদের স্বাধীনভাবে ধর্মাচরণের পরিপন্থী। একদিকে বিরোধী দলগুলি এই বিলটিকে মুসলিমবিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে। অন্যদিকে সরকারের যুক্তি এই ঐতিহাসিক সংস্কার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উপকারী হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম বিরোধী: Waqf Amendment Bill-কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কংগ্রেস

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সংখ্যাধিক্যের বলে উভয় কক্ষে পাশ ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)। ‘অসাংবিধানিক’ বলে অভিযোগ করা হয়েছিল আগেই। এ বার সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা জানাল হাতশিবির। তামিলনাড়ুর ডিএমকে-র পর সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জয়রাম রমেশ লেখেন, ‘কংগ্রেস খুব শীঘ্রই ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill), ২০২৪-এর সাংবিধানিকতা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে। আমরা আত্মবিশ্বাসী এবং ভারতের সংবিধানে থাকা নীতি, বিধান এবং অনুশীলনের উপর মোদি সরকারের সমস্ত আক্রমণ প্রতিহত করব।

এদিন রামেশ আরও লেখেন, তথ্য জানার অধিকার আইন, সুপ্রিম কোর্টে ২০০৫ এর ২০১৯ সালের সংশোধনী নিয়ে কংগ্রেসের চ্যালেঞ্জের শুনানি এখনও জারি রয়েছে। ২০২৪ সালে নির্বাচনী বিধি সংস্কারের বৈধতা নিয়েও শীর্ষ আদালতে দরজায় কড়া নাড়ে ‘হাত’। একই ভাবে বিতর্কিত ওয়াকফ বিল (Waqf Amendment Bill) নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে কংগ্রেস ।

ঘটনা প্রসঙ্গে কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিংভি বলছেন, “সংখ্যাগরিষ্ঠতার বলে চাপিয়ে দেওয়া হয়েছে বিল। এই বিলটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বলা বাহুল্য, টানা ১২ ঘণ্টা ম্যারাথন আলোচনার পর বুধবার মধ্যরাতে লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ বিল(Waqf Amendment Bill)। একইভাবে দীর্ঘ ১৩ ঘণ্টা বিতর্কের পরে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভাতেও ১২৮-৯৫ ভোটে পাশ হয় সংশ্লিষ্ট বিলটি। তবে নয়া বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথম দু’জন অমুসলিমকে স্থান দেওয়ার কথা বলা হয়েছে। যা মুসলিমদের স্বাধীনভাবে ধর্মাচরণের পরিপন্থী। একদিকে বিরোধী দলগুলি এই বিলটিকে মুসলিমবিরোধী এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে। অন্যদিকে সরকারের যুক্তি এই ঐতিহাসিক সংস্কার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উপকারী হবে।