ভার্চুয়াল হেডসেট পরে গরু দুধ দিচ্ছে বেশি!

- আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: বেশি পরিমাণে দুধ উৎপাদনের জন্য গরুর দরকার নিয়মিত ভাবে পুষ্টিদায়ক খাবার ও সঠিক পরিচর্যা। কিন্তু গো-খাদ্যের দাম ক্রমশ উর্ধ্বমুখী। এ অবস্থায় গরুর দুধ উৎপাদনে এক অভিনব পন্থার আশ্রয় নিয়েছেন তুরস্কের এক কৃষক। গরুর জন্য তিনি ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তির হেডসেট ব্যবহার করছেন। এর মাধ্যমে তিনি ভালো ফল পেয়েছেন বলেও দাবি করছেন। মধ্য তুরস্কের আকসারা প্রদেশের চাষি ইজেট কোকাক বলেন, ২০১৮ সালে তিনি এ গরুর খামার শুরু করেন। তার খামারে ১৮০টি গরু রয়েছে। কিন্তু সম্প্রতি এসব গরুর দুধের পরিমাণ বাড়ানোর চেষ্টা শুরু করেন। তবে খাবারসহ গরুর অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
এ অবস্থায় তার সামনে আশার আলো হয়ে দেখা দেয় রাশিয়ার কিছু কৃষক। ওই কৃষকদের দ্বারা অনুপ্রাণিত হয়ে কোকাক তার গরুগুলোর মাথায় ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট লাগিয়ে দেন। এরপর গরুগুলো ভার্চুয়ালি চিরহরিৎ চারণভূমি দেখতে থাকে। এ সময় তিনি অডিয়োতে কিছু ক্ল্যাসিক্যাল মিউজিকও চালু করে দেন। তার দাবি, বিষয়গুলো গরুদের দুধ দেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। তিনি ব্যাখ্যা করেন, ভিআর হেডসেটের মাধ্যমে গরুগুলো একটি সবুজ চারণভূমি দেখতে পায় যা তাদের মানসিকভাবে উৎসাহ দেয়। এর ফলে তাদের উদ্বেগ কমে যায়। ফলে তারা দুধ বেশি দিয়ে থাকে, মানও আগের তুলনায় ভালো হয়। সাধারণত একটি গরু থেকে প্রতিদিন যেখানে ২২ লিটার দুধ পাওয়া যেত এখন সেখানে ২৭ লিটার দুধ মিলছে।