ট্রেনের চাপে পিষ্ট হয়ে মৃত্যু রেলকর্মীর, শুরু তদন্ত

- আপডেট : ৯ নভেম্বর ২০২৪, শনিবার
- / 2
পাটনা, ৯ নভেম্বরঃ কোচ বিচ্ছিন্ন করার সময় ট্রেনের চাপে পিষ্ট হয়ে মৃত্যু হল রেলকর্মী। শনিবার বিহারের বেগুসরাইয়ের বারাউনি জংশন স্টেশনের ঘটনা। এক্সপ্রেস ট্রেনের কোচ বিচ্ছিন্ন করার কাজ করছিলেন এক রেলকর্মী। যাকে রেলের ভাষায় ‘শান্টিং অপারেশন’ বলা হয়। ওই কাজ করতে গিয়েই ট্রেনের চাপে মৃত্যু হয় অমর কুমার রাও নামের রেলকর্মীর। নিহত ব্যক্তি সোনপুর রেলওয়ে ডিভিশনের বারাউনি জংশন স্টেশনে কর্মরত ছিলেন। রেল সূত্রে খবর, লখনউ-বারাউনি এক্সপ্রেস লখনউ জংশন থেকে আসার সময় বারাউনি স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাড়িয়েছিল। সেই সময় শান্টিং অপারেশনের কাজ করছিলেন রাও। দুই কোচের মাঝখানে কাপলিং খোলার চেষ্টা করছিলেন তিনি। তখন হটাৎই বিপরীত দিকে চলে যায় ট্রেনটি। এমন্তবস্থায় দুই কোচের মাঝে আটকে পড়েন কর্তব্যরত রেলকর্মী। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার পর পালিয়ে যান ট্রেনের চালক। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।