৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ডানা’… রাতভর নবান্ন থেকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার
  • / 97

পুবের কলম, ওয়েবডেস্ক: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। বর্তমানে সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে সে।  বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই আছড়ে পড়ার সম্ভাবনা। পুরো বিষয়ে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ডানা’-র স্থলভাগে আছড়ে পড়ার আগে বৃহস্পতিবার বিকেলে সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরছেন মুখ্যমন্ত্রী।

*এদিন নবান্ন থেকে বৈঠক করে, মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় ৮৫১টি  ক্যাম্প চালানো হচ্ছে। ৮৩ হাজার ৫৮৩ জন আছেন সেখানে আশ্রয় নিয়েছেন। সর্বক্ষণের হেল্পলাইন চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ডানা সতর্কতায় সাগরের ৯৮ জন প্রসূতিকে নিরাপদ আশ্রয়ে সরালো জেলা প্রশাসন

 

*দুর্যোগ পরিস্থিতির উপর নজরদারি করতে বিভিন্ন দফতরের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা-ও মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছিলেন।

 

*দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে মণীশ জৈন,

*উত্তর ২৪ পরগনার দায়িত্বে রাজেশকুমার সিংহ,

*হাওড়ায় রাজেশ পাণ্ডে,

*পশ্চিম মেদিনীপুরের সুরিন্দর গুপ্ত,

*হুগলিতে ওমপ্রকাশ সিংহ মিনা,

*পূর্ব মেদিনীপুরে পারভেজ আহমেদ সিদ্দিকি,

*ঝাড়গ্রামে সৌমিত্র মোহন 

*বাঁকুড়ার দায়িত্বে অবনীন্দ্র শীল।

 

*ঘূর্ণিঝড় ডানা নিয়ে সাধারণ মানুষ’কে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও বাংলাতেও যে তার যথেষ্ট প্রভাব পড়তে চলেছে, সে কথাও জানিয়েছেন তিনি।

* রাতে নবান্ন থাকার সিদ্ধান্ত নিয়েছেন  তিনি। নবান্নের হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬। নবান্নের নিজের দফতর থেকেই পরিস্থিতির দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

 

*  এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ লক্ষ ৫৯ হাজার ৮৩৭ জনকে সরানো হয়েছে। রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন। ।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ডানা’… রাতভর নবান্ন থেকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। বর্তমানে সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে সে।  বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই আছড়ে পড়ার সম্ভাবনা। পুরো বিষয়ে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ডানা’-র স্থলভাগে আছড়ে পড়ার আগে বৃহস্পতিবার বিকেলে সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরছেন মুখ্যমন্ত্রী।

*এদিন নবান্ন থেকে বৈঠক করে, মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় ৮৫১টি  ক্যাম্প চালানো হচ্ছে। ৮৩ হাজার ৫৮৩ জন আছেন সেখানে আশ্রয় নিয়েছেন। সর্বক্ষণের হেল্পলাইন চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি।

 

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় ডানা সতর্কতায় সাগরের ৯৮ জন প্রসূতিকে নিরাপদ আশ্রয়ে সরালো জেলা প্রশাসন

 

*দুর্যোগ পরিস্থিতির উপর নজরদারি করতে বিভিন্ন দফতরের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা-ও মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছিলেন।

 

*দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে মণীশ জৈন,

*উত্তর ২৪ পরগনার দায়িত্বে রাজেশকুমার সিংহ,

*হাওড়ায় রাজেশ পাণ্ডে,

*পশ্চিম মেদিনীপুরের সুরিন্দর গুপ্ত,

*হুগলিতে ওমপ্রকাশ সিংহ মিনা,

*পূর্ব মেদিনীপুরে পারভেজ আহমেদ সিদ্দিকি,

*ঝাড়গ্রামে সৌমিত্র মোহন 

*বাঁকুড়ার দায়িত্বে অবনীন্দ্র শীল।

 

*ঘূর্ণিঝড় ডানা নিয়ে সাধারণ মানুষ’কে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও বাংলাতেও যে তার যথেষ্ট প্রভাব পড়তে চলেছে, সে কথাও জানিয়েছেন তিনি।

* রাতে নবান্ন থাকার সিদ্ধান্ত নিয়েছেন  তিনি। নবান্নের হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬। নবান্নের নিজের দফতর থেকেই পরিস্থিতির দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

 

*  এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ লক্ষ ৫৯ হাজার ৮৩৭ জনকে সরানো হয়েছে। রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন। ।