১৯ মার্চ ২০২৫, বুধবার, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিয়েতে অনিচ্ছা, গায়েব বর, তদন্তে পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার
  • / 1

পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়েতে অনিচ্ছা। বিয়ের আগের দিন গায়েব বর। দায়ের মামলা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।  সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিয়ের আগে পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম সন্দীপ রমেশ। বয়স ৪০। অফিসের সহকর্মীর সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল ওই ব্যক্তির। সব ঠিকঠাক ছিল। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। মত দিয়েও কেন বিয়ের আগে নিখোঁজ হল ব্যক্তি, উঠছিল প্রশ্ন। অনেকে তো আবার পাত্রীর ওপরও আঙুল তুলতে  শুরু করেছিল।  তবে ঘটনা সামনে আসে যখন সন্দীপের ভাই শ্রীকান্ত একটি মেসেজ পাই। সেখানে তিনি বিয়েতে অনাগ্রহ কথা জানান । দাদার এমন মেসেজে সন্দেহ হয় ভাইয়ের। ছুঁটে যায় সন্দীপের ভাড়ার বাসায়। সেখানে দাদা’কে না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ মামলা দায়ের করে। জানা গেছে, শুক্রবার বিয়ে হওয়া কথা ছিল। হাই-টেক সিটিতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত সন্দীপ। বিয়ের প্রতি অনিচ্ছার কথা আগে কোনো ইঙ্গিত দিয়েও দেখাননি, যার ফলে উভয় পরিবারই বিভ্রান্ত হয়ে পড়েছে। বরের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিয়েতে অনিচ্ছা, গায়েব বর, তদন্তে পুলিশ

আপডেট : ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিয়েতে অনিচ্ছা। বিয়ের আগের দিন গায়েব বর। দায়ের মামলা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।  সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিয়ের আগে পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম সন্দীপ রমেশ। বয়স ৪০। অফিসের সহকর্মীর সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল ওই ব্যক্তির। সব ঠিকঠাক ছিল। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। মত দিয়েও কেন বিয়ের আগে নিখোঁজ হল ব্যক্তি, উঠছিল প্রশ্ন। অনেকে তো আবার পাত্রীর ওপরও আঙুল তুলতে  শুরু করেছিল।  তবে ঘটনা সামনে আসে যখন সন্দীপের ভাই শ্রীকান্ত একটি মেসেজ পাই। সেখানে তিনি বিয়েতে অনাগ্রহ কথা জানান । দাদার এমন মেসেজে সন্দেহ হয় ভাইয়ের। ছুঁটে যায় সন্দীপের ভাড়ার বাসায়। সেখানে দাদা’কে না পেয়ে পুলিশের কাছে নিখোঁজ মামলা দায়ের করে। জানা গেছে, শুক্রবার বিয়ে হওয়া কথা ছিল। হাই-টেক সিটিতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত সন্দীপ। বিয়ের প্রতি অনিচ্ছার কথা আগে কোনো ইঙ্গিত দিয়েও দেখাননি, যার ফলে উভয় পরিবারই বিভ্রান্ত হয়ে পড়েছে। বরের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।