০৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শেষ মুহূর্তে চুড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

Digha Jagannath Dham: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন…

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 550

Digha Jagannath Dham: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন…

পুবের কলম প্রতিবেদক:  আগামি ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিঘায় জগন্নাথ ধামের (Digha Jagannath Dham) উদ্বোধন ঘিরে রাজ্যজুড়ে উদ্দীপনার আবহ তৈরি হয়েছে। উদ্বোধনকে ঘিরে যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য জেলাপ্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক দফতর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নিরাপত্তা, লজিস্টিক ও জনসমাগম সামলানো; সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে যেমন নবান্নের তৎপরতা এবং অন্যদিকে জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Dham) প্রস্তুতিও চুড়ান্ত পর্যায়ে চলছে।

Pop Concerts in Saudi: মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট

নবান্ন সূত্রে জানা গিয়েছে সোমবার থেকেই দিঘার সমস্ত স্নানঘাটে মোতায়েন থাকবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি কোম্পানি। ২৬ এপ্রিল তারা দিঘায় পৌঁছবে এবং উদ্বোধন পর্যন্ত সেখানেই থাকবে। প্রতিটি ঘাটে উপস্থিত থাকবে কমপক্ষে তিনজন লাইফ সেভার বা স্থানীয় পরিভাষায় ‘নুলিয়া’, সঙ্গে সিভিল ডিফেন্স ও পুলিশ। সাতটি দ্রুতগামী নৌকা ঘাট সংলগ্ন সমুদ্রে নজরদারিতে থাকবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা ইতিমধ্যেই দিঘা সফরে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এক আধিকারিকের কথায়, ‘অনেকেই স্নান সেরে মন্দির দর্শনে যাবেন, তাই ঘাটের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

দিঘাকে (Digha Jagannath Dham) সাজিয়ে তোলা হয়েছে স্বভাবতই রাজ্য সরকারের পছন্দসই নীল-সাদা রঙে। ওয়েলকাম গেট থেকে শুরু করে উদয়পুর পর্যন্ত রাস্তার ডিভাইডার, গার্ডরেল, বিদ্যুতের খুঁটি;সবই নীল-সাদা রঙে রাঙানো হয়েছে।

রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বৃহস্পতিবার দিঘা থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বাসস্ট্যান্ড থেকে পাইলট প্রকল্প হিসেবে দু’টি নতুন রুটে বাস পরিষেবা উদ্বোধন করেন। একটি রুট দিঘা থেকে তারাপীঠ, অন্যটি দিঘা থেকে ডানলপ, বারাসাত ও কৃষ্ণনগর হয়ে বহরমপুর। বর্তমানে দিঘা থেকে প্রতিদিন ১১০টি বাস বিভিন্ন রুটে যাতায়াত করছে।

 

উদ্বোধন (Digha Jagannath Dham) নিয়ে উচ্ছ্বসিত পরিবহণমন্ত্রী বলেন, ‘দিঘার জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনাচিন্তার ফসল। এই স্থাপত্য ভবিষ্যতের ইতিহাসে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চিরকাল জড়িয়ে থাকবে এই মন্দিরের সঙ্গে।’

দিঘার জগন্নাথধাম ঘিরে পর্যটন ক্ষেত্রেও বড়সড় সম্ভাবনার কথা বলছে প্রশাসনিক মহল। উৎসবকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতেই রণকৌশলে প্রস্তুত প্রশাসন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  শুক্রবার জগন্নাথ মন্দির নিয়ে ট্যুইট করে লিখেছেন, ‘গভীর ভক্তিতে ভরা হৃদয় নিয়ে, আমরা ভগবান জগন্নাথকে আমাদের মাঝে স্বাগত জানাতে প্রস্তুত। অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে, দিঘায় ভগবানের মন্দির উদ্বোধন করা হবে। প্রাণ প্রতিষ্ঠার আগে অনুষ্ঠান শুরু হয়েছে। হৃদয় ভরা আন্তরিকতা দিয়ে কলস যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ’

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শেষ মুহূর্তে চুড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

Digha Jagannath Dham: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন…

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

Digha Jagannath Dham: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন…

পুবের কলম প্রতিবেদক:  আগামি ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিঘায় জগন্নাথ ধামের (Digha Jagannath Dham) উদ্বোধন ঘিরে রাজ্যজুড়ে উদ্দীপনার আবহ তৈরি হয়েছে। উদ্বোধনকে ঘিরে যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য জেলাপ্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক দফতর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। নিরাপত্তা, লজিস্টিক ও জনসমাগম সামলানো; সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদিকে যেমন নবান্নের তৎপরতা এবং অন্যদিকে জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Dham) প্রস্তুতিও চুড়ান্ত পর্যায়ে চলছে।

Pop Concerts in Saudi: মক্কার কাছে মার্কিন পপ তারকার কনসার্ট

নবান্ন সূত্রে জানা গিয়েছে সোমবার থেকেই দিঘার সমস্ত স্নানঘাটে মোতায়েন থাকবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি কোম্পানি। ২৬ এপ্রিল তারা দিঘায় পৌঁছবে এবং উদ্বোধন পর্যন্ত সেখানেই থাকবে। প্রতিটি ঘাটে উপস্থিত থাকবে কমপক্ষে তিনজন লাইফ সেভার বা স্থানীয় পরিভাষায় ‘নুলিয়া’, সঙ্গে সিভিল ডিফেন্স ও পুলিশ। সাতটি দ্রুতগামী নৌকা ঘাট সংলগ্ন সমুদ্রে নজরদারিতে থাকবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা ইতিমধ্যেই দিঘা সফরে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। এক আধিকারিকের কথায়, ‘অনেকেই স্নান সেরে মন্দির দর্শনে যাবেন, তাই ঘাটের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

দিঘাকে (Digha Jagannath Dham) সাজিয়ে তোলা হয়েছে স্বভাবতই রাজ্য সরকারের পছন্দসই নীল-সাদা রঙে। ওয়েলকাম গেট থেকে শুরু করে উদয়পুর পর্যন্ত রাস্তার ডিভাইডার, গার্ডরেল, বিদ্যুতের খুঁটি;সবই নীল-সাদা রঙে রাঙানো হয়েছে।

রাজ্য পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বৃহস্পতিবার দিঘা থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বাসস্ট্যান্ড থেকে পাইলট প্রকল্প হিসেবে দু’টি নতুন রুটে বাস পরিষেবা উদ্বোধন করেন। একটি রুট দিঘা থেকে তারাপীঠ, অন্যটি দিঘা থেকে ডানলপ, বারাসাত ও কৃষ্ণনগর হয়ে বহরমপুর। বর্তমানে দিঘা থেকে প্রতিদিন ১১০টি বাস বিভিন্ন রুটে যাতায়াত করছে।

 

উদ্বোধন (Digha Jagannath Dham) নিয়ে উচ্ছ্বসিত পরিবহণমন্ত্রী বলেন, ‘দিঘার জগন্নাথ ধাম বাংলার মুখ্যমন্ত্রীর ভাবনাচিন্তার ফসল। এই স্থাপত্য ভবিষ্যতের ইতিহাসে বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হয়ে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চিরকাল জড়িয়ে থাকবে এই মন্দিরের সঙ্গে।’

দিঘার জগন্নাথধাম ঘিরে পর্যটন ক্ষেত্রেও বড়সড় সম্ভাবনার কথা বলছে প্রশাসনিক মহল। উৎসবকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতেই রণকৌশলে প্রস্তুত প্রশাসন।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  শুক্রবার জগন্নাথ মন্দির নিয়ে ট্যুইট করে লিখেছেন, ‘গভীর ভক্তিতে ভরা হৃদয় নিয়ে, আমরা ভগবান জগন্নাথকে আমাদের মাঝে স্বাগত জানাতে প্রস্তুত। অক্ষয় তৃতীয়ার শুভ উপলক্ষে, দিঘায় ভগবানের মন্দির উদ্বোধন করা হবে। প্রাণ প্রতিষ্ঠার আগে অনুষ্ঠান শুরু হয়েছে। হৃদয় ভরা আন্তরিকতা দিয়ে কলস যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল ’