১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 26

পুবের কলম প্রতিবেদকঃ হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক ভায়া এসপ্ল্যানেড রুটে দ্রুত যাত্রী পরিষেবা চালুর জন্য জোর শেষ মুহূর্তের কাজ তড়িঘড়ি সারার উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট করিডোরে সরাসরি মেট্রো যোগাযোগ চালু করতে ইতিমধ্যেই এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। পরিদর্শন শেষে সেফটি কমিশনের ছাড়পত্র হাতে এলেই আগামী মে মাস থেকে হাওড়া ময়দান থেকে গঙ্গার তলদেশ দিয়ে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হবে বলে মনে করছে কলকাতা মেত্রো রেল কর্তৃপক্ষ।

গত বছর মার্চ মাসে দেশের প্রথম ‘আন্ডার ওয়াটার’ মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।উদ্বোধনের দিন এসপ্ল্যানেড থেকে গঙ্গার তলদেশ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেল ভ্রমণও করেছিলেন প্রধান মন্ত্রী। সূত্রের খবর, আগামী ২৪ এপ্রিল কলকাতা থেকেই প্রধান মন্ত্রী রাজ্যের একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে পারেন। তার মধ্যে বেশ কয়েকটি মেট্রো রেল প্রকল্প রয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পের কাজ বিলম্ব হওয়ার ব্যাপারে মেট্রো রেল কর্তাদের বক্তব্য, বউবাজার সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত কাজ করতে দীর্ঘ সময় লেগে যায়। অবশেষে দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সব বাধা কাটিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে চলছে ‘ট্রায়াল রান’। ট্রায়াল রান শেষে অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র পেলেই আগামী মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো যাত্রী পরিষেবা চালুর সম্ভাবনার কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক ভায়া এসপ্ল্যানেড রুটে দ্রুত যাত্রী পরিষেবা চালুর জন্য জোর শেষ মুহূর্তের কাজ তড়িঘড়ি সারার উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট করিডোরে সরাসরি মেট্রো যোগাযোগ চালু করতে ইতিমধ্যেই এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। পরিদর্শন শেষে সেফটি কমিশনের ছাড়পত্র হাতে এলেই আগামী মে মাস থেকে হাওড়া ময়দান থেকে গঙ্গার তলদেশ দিয়ে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হবে বলে মনে করছে কলকাতা মেত্রো রেল কর্তৃপক্ষ।

গত বছর মার্চ মাসে দেশের প্রথম ‘আন্ডার ওয়াটার’ মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।উদ্বোধনের দিন এসপ্ল্যানেড থেকে গঙ্গার তলদেশ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেল ভ্রমণও করেছিলেন প্রধান মন্ত্রী। সূত্রের খবর, আগামী ২৪ এপ্রিল কলকাতা থেকেই প্রধান মন্ত্রী রাজ্যের একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে পারেন। তার মধ্যে বেশ কয়েকটি মেট্রো রেল প্রকল্প রয়েছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পের কাজ বিলম্ব হওয়ার ব্যাপারে মেট্রো রেল কর্তাদের বক্তব্য, বউবাজার সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে হাওড়া ময়দান থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত কাজ করতে দীর্ঘ সময় লেগে যায়। অবশেষে দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সব বাধা কাটিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে চলছে ‘ট্রায়াল রান’। ট্রায়াল রান শেষে অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র পেলেই আগামী মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো যাত্রী পরিষেবা চালুর সম্ভাবনার কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল।