ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার, কম্পন অনুভূত কলকাতা-বাংলাদেশে

- আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
- / 184
পুবের কলম, ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ মায়ানমার। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। কম্পন অনুভূত হয়েছে কলকাতা-সহ বাংলাদেশেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমারের মান্দালয় থেকে ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। কম্পনের উৎপত্তিস্থলটি ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত তাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। সেখানে ভেঙে পড়েছে একটি নির্মীয়মাণ বাড়ি। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: রাস্তায় নামাজ পড়লেই বাতিল পাসপোর্ট, জরিমানা সহ কঠোর শাস্তির নিদান যোগীরাজ্যে
ভূমিকম্পের জেরে মায়ানমালে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি। তবে উত্তর তাইল্যান্ডে ট্রেন এবং মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। মান্দালয়ে ধ্বংসস্তূপের মধ্যে কয়েকজন আটকে পড়েছেন বলে খবর।
মায়ানমারের দমকল বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, “আমরা হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করার জন্য ইয়াঙ্গুনে অনুসন্ধান শুরু করেছি। ঘুরে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই।”
মান্দালয়ের সোশাল মিডিয়ার পোস্টে ধসে পড়া ভবন এবং রাস্তায় ধ্বংসাবশেষের ছবি দেখা গেছে। সেই ছবির সত্যতা যাচাই করেনি পুবের কলম। ইয়াঙ্গুনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “দেশের বৃহত্তম শহরের ভবনগুলো থেকে অনেকেই দৌড়ে বেরিয়ে পড়ছেন।” ব্যাংককের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ছেন। তাঁদের অনেকেই সাঁতারের পোশাক পরা হোটেলের অতিথি।” অন্যরা জানিয়েছেন, “মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং সুইমিং পুল থেকে জল ছড়িয়ে পড়েছে।