৩১ অগাস্ট ২০২৫, রবিবার, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ছাঁটাই হচ্ছেন ক্রেসপোরা!

East Bengal-এর নজরে রবিনসন, শিল্ডস

ইমামা খাতুন
  • আপডেট : ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 684

East Bengal-এর নজরে রবিনসন, শিল্ডস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  আইএসএলে চুড়ান্ত ব্যর্থ। তারপরে সুপার কাপেও ‘সুপার ফ্লপ’। East Bengal-এর ব্যর্থতা অব্যহত। এই দলকে নিয়ে যে বেশি কিছু করা যাবে না তা বিলক্ষন বুঝতে পারছেন লাল হলুদের কোচ অস্কার ব্রুজো। তাই আগামী মরশুমে টিমে বড় রকমের রদবদল চাইছেন ব্রুজো। আর এক্ষেত্রে প্রথমেই কোপ পড়তে চলছে দলের বিদেশি ফুটবলারদের ওপরে।

মোহনবাগানের আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জয়ের অন্যতম কারিগররা হলেন কামিন্স, পেত্রাতোস, অলড্রেডসের মত বিদেশিরা। সেখানে East Bengal  সাউল ক্রেসপো, হেক্টর, মেসি বাউলিদের সঙ্গে চুক্তি শেষ হলে যেন বাঁচে। এদের মধ্যে কারোর সঙ্গেই নতুন করে চুক্রি করতে আগহী নয় লাল হলুদ শিবির। ক্লেটন সিলভা ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। তবে দিমিত্রি দিয়ামানতাকোস এবং মাধি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের ২ বছর করে চুক্তি রয়েছে। তাই ইচ্ছে করলেও তাঁদের ছেঁটে ফেলা যাবে না। তাঁদের মধ্যে যদি কেউ নিজে থেকে রিলিজ চান তা হলে অন্য কথা।

 

‘London Festival in Hampstead ‘ যাওয়ার অনুমতি পেলেন কুণাল

আগমী মরশুমে শক্তিশালী দল গঠনে জোর দিয়েছে লাল হলুদ কতৃপক্ষ। ইতিমধ্যেই চেন্নাইান এফসির স্কটিশ ফুটবলার কোনর শিল্ডস এবং ব্রাজিলের রবসন রোবিনহোর সঙ্গে একপ্রস্থ করে কথা বলেছেন লাল হলুদ কর্তারা।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাঁটাই হচ্ছেন ক্রেসপোরা!

East Bengal-এর নজরে রবিনসন, শিল্ডস

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

East Bengal-এর নজরে রবিনসন, শিল্ডস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  আইএসএলে চুড়ান্ত ব্যর্থ। তারপরে সুপার কাপেও ‘সুপার ফ্লপ’। East Bengal-এর ব্যর্থতা অব্যহত। এই দলকে নিয়ে যে বেশি কিছু করা যাবে না তা বিলক্ষন বুঝতে পারছেন লাল হলুদের কোচ অস্কার ব্রুজো। তাই আগামী মরশুমে টিমে বড় রকমের রদবদল চাইছেন ব্রুজো। আর এক্ষেত্রে প্রথমেই কোপ পড়তে চলছে দলের বিদেশি ফুটবলারদের ওপরে।

মোহনবাগানের আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জয়ের অন্যতম কারিগররা হলেন কামিন্স, পেত্রাতোস, অলড্রেডসের মত বিদেশিরা। সেখানে East Bengal  সাউল ক্রেসপো, হেক্টর, মেসি বাউলিদের সঙ্গে চুক্তি শেষ হলে যেন বাঁচে। এদের মধ্যে কারোর সঙ্গেই নতুন করে চুক্রি করতে আগহী নয় লাল হলুদ শিবির। ক্লেটন সিলভা ইতিমধ্যেই ক্লাব ছেড়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। তবে দিমিত্রি দিয়ামানতাকোস এবং মাধি তালালের সঙ্গে ইস্টবেঙ্গলের ২ বছর করে চুক্তি রয়েছে। তাই ইচ্ছে করলেও তাঁদের ছেঁটে ফেলা যাবে না। তাঁদের মধ্যে যদি কেউ নিজে থেকে রিলিজ চান তা হলে অন্য কথা।

 

‘London Festival in Hampstead ‘ যাওয়ার অনুমতি পেলেন কুণাল

আগমী মরশুমে শক্তিশালী দল গঠনে জোর দিয়েছে লাল হলুদ কতৃপক্ষ। ইতিমধ্যেই চেন্নাইান এফসির স্কটিশ ফুটবলার কোনর শিল্ডস এবং ব্রাজিলের রবসন রোবিনহোর সঙ্গে একপ্রস্থ করে কথা বলেছেন লাল হলুদ কর্তারা।