২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
BRAKING :
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের

কিবরিয়া আনসারি
- আপডেট : ১১ মার্চ ২০২৫, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র চৈতন্য বাঘেলের বাড়িতেও তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
সূত্রের খবর, একটি লিকার স্ক্যাম মামলায় টাকা লেনদেনের অভিযোগেই তল্লাশি চালানো হয়। এদিন ভূপেশ বাঘেলের বাড়িসহ ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি। প্রায় ১০ ঘণ্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। যদিও গোটা বিষয়টিকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন বাঘেল৷ প্রসঙ্গত, মহাদেব বেটিং স্ক্যাম দুর্নীতিতে নাম জড়িয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি হারাতে হয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা ভুপেশ বাঘেলকে৷
Tag :
Bhupesh Baghel conspiracy ed former chief minister political Search ইডি তল্লাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল রাজনৈতিক ষড়যন্ত্র