শিক্ষামন্ত্রীর উপর হামলা, প্রতিবাদ কোচবিহারে

- আপডেট : ৫ মার্চ ২০২৫, বুধবার
- / 7

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122
রুবায়েত মোস্তাফা, কোচবিহার: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহারের সদর ৩ নম্বর সার্কেলের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ঘটনার প্রতিবাদে এবং এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবিতে বুধবার বিকেলে কোচবিহার শহরে রেল ঘুমটি এলাকায় অবস্থিত সদর ৩ নং চক্র কার্যালয়ের সামনে এক ধিক্কার কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদর ৩ চক্রের শিক্ষক-শিক্ষিকারা এদিন স্কুল শেষে এখানে মিলিত হন এবং প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের কোচবিহার জেলা সভাপতি সুব্রত নাহা, রাজ্য জেনারেল সেক্রেটারি অপু চক্রবর্তী, সদর তিন নম্বর সার্কেলের শিক্ষক নেতা বিশ্বজিৎ নন্দী, জয়ন্ত দাস, তন্ময় দে, দেবাশীষ কর-সহ বিশিষ্ট শিক্ষকরা এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
সংগঠনের কোচবিহার জেলা সভাপতি সুব্রত নাহা বলেন, ‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর যাদবপুরে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাই। দোষীদের শাস্তি চাই।’