ডিজিসিএ-র ডিরেক্টর জেনারেল হলেন ফয়েজ আহমেদ কিদওয়াই

- আপডেট : ৪ জানুয়ারী ২০২৫, শনিবার
- / 1
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা তথা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের নতুন ডিরেক্টর জেনারেল নিয়োজিত হলেন সিনিয়র আইএএস আধিকারিক ফয়েজ আহমেদ কিদওয়াই।গত শুক্রবার কেন্দ্রের মন্ত্রীসভার নিয়োগ কমিটির পক্ষ থেকে ফয়েজ আহমেদ কিদওয়াইকে সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেলের (ডিজিসিএ) প্রধান নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ডিজিসিএ-র প্রধান নিযুক্ত হওয়ার আগে মধ্যপ্রদেশ ক্যাডারের 1996-ব্যাচের আইএএস অফিসার ফয়েজ আহমেদ কিদওয়াই বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগে অতিরিক্ত সচিব পদে রয়েছেন। কর্মী মন্ত্রকের জারি করা একটি আদেশে দেশের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা তথা ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে দেশের সিনিয়র আধিকারিক আইএওএস আধিকারিক ফয়েজ আহমেদ কিদওয়াইকে।