২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়ো ভোটার: সংসদে ঝড় তুলবে তৃণমূল

সুস্মিতা
  • আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার
  • / 5

নয়াদিল্লি: ভুয়ো ভোটার তালিকা নিয়ে সংসদের উভয় কক্ষে সরব হবে তৃণমূল কংগ্রেস। সোমবার থেকেই সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। আর ওই দিন থেকেই ভোটার তালিকায় গরমিল ইস্যুতে সংসদে ঝড় তোলার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। সংসদের উভয় কক্ষেই সরব হবে তারা।
শুক্রবারই বিকেল ৫টার মধ্যে বাংলার শাসক দল লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়ে নোটিশ জমা দেওয়ার পরিকল্পনা করে সংসদে মুলতুবি প্রস্তাব আনার জন্য যাতে দেশের বর্তমান সমস্যাগুলি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা যায়। তৃণমূল আত্মবিশ্বাসী এই ইস্যুতে অন্যান্য বিরোধী দলগুলিও তাদের সঙ্গে যোগ দেবে। তৃণমূল সাংসদদের বক্তব্য, ‘এটি এমন একটি বিষয় যা যে কোনও একটি রাজনৈতিক দলকেই উদ্বিগ্ন করবে। এটি ভারতের প্রতিটি নাগরিকের জন্যও উদ্বেগের বিষয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে।’

আরও পড়ুন: দেশজুড়ে হিন্দি প্রসারের পক্ষে সওয়াল হিমন্তের

সংসদীয় বিধি-১৮০ অনুযায়ী সাংসদদের কাছে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় সরকারের নজরে আনার সুযোগ রয়েছে। বিধিতে বলা হয়েছে, একজন সাংসদ জরুরি জনগুরুত্বপূর্ণ কোনও বিষয়ে কেন্দ্রীয়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং তা নিয়ে মন্ত্রী একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন বা পরে বিবৃতি দেওয়ার জন্য সময় চাইতে পারেন। যে কোনও একটি অধিবেশনে সরকারের দৃৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোনও সাংসদকে ২টি নোটিশ আনার অনুমতি দেওয়া হয়। তৃণমূলের এক সাংসদের কথায়, অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে। এই ইস্যুতে যে কোনও দল প্রস্তাব আনলে তাকে স্বাগত জানাবে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, কংগ্রেসও উভয় কক্ষে বিষয়টি উত্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভুয়ো ভোটার: সংসদে ঝড় তুলবে তৃণমূল

আপডেট : ৮ মার্চ ২০২৫, শনিবার

নয়াদিল্লি: ভুয়ো ভোটার তালিকা নিয়ে সংসদের উভয় কক্ষে সরব হবে তৃণমূল কংগ্রেস। সোমবার থেকেই সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। আর ওই দিন থেকেই ভোটার তালিকায় গরমিল ইস্যুতে সংসদে ঝড় তোলার সিদ্ধান্ত নিয়েছে জোড়াফুল শিবির। সংসদের উভয় কক্ষেই সরব হবে তারা।
শুক্রবারই বিকেল ৫টার মধ্যে বাংলার শাসক দল লোকসভা এবং রাজ্যসভা সচিবালয়ে নোটিশ জমা দেওয়ার পরিকল্পনা করে সংসদে মুলতুবি প্রস্তাব আনার জন্য যাতে দেশের বর্তমান সমস্যাগুলি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা যায়। তৃণমূল আত্মবিশ্বাসী এই ইস্যুতে অন্যান্য বিরোধী দলগুলিও তাদের সঙ্গে যোগ দেবে। তৃণমূল সাংসদদের বক্তব্য, ‘এটি এমন একটি বিষয় যা যে কোনও একটি রাজনৈতিক দলকেই উদ্বিগ্ন করবে। এটি ভারতের প্রতিটি নাগরিকের জন্যও উদ্বেগের বিষয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে।’

আরও পড়ুন: দেশজুড়ে হিন্দি প্রসারের পক্ষে সওয়াল হিমন্তের

সংসদীয় বিধি-১৮০ অনুযায়ী সাংসদদের কাছে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় সরকারের নজরে আনার সুযোগ রয়েছে। বিধিতে বলা হয়েছে, একজন সাংসদ জরুরি জনগুরুত্বপূর্ণ কোনও বিষয়ে কেন্দ্রীয়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন এবং তা নিয়ে মন্ত্রী একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন বা পরে বিবৃতি দেওয়ার জন্য সময় চাইতে পারেন। যে কোনও একটি অধিবেশনে সরকারের দৃৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোনও সাংসদকে ২টি নোটিশ আনার অনুমতি দেওয়া হয়। তৃণমূলের এক সাংসদের কথায়, অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে। এই ইস্যুতে যে কোনও দল প্রস্তাব আনলে তাকে স্বাগত জানাবে তৃণমূল। তৃণমূল সূত্রের খবর, কংগ্রেসও উভয় কক্ষে বিষয়টি উত্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।