৩ বছরের সন্তানকে নৃশংসভাবে খুন করল বাবা

- আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
- / 140
দাম্পত্য জীবনে কলহ
পুবের কলম, ওয়েবডেস্ক: স্ত্রী’র বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ক্রমাগত দাম্পত্য কলহ বাড়ছিল। সেই রাগেই এবার নিজের ছেলেকেই খুন করল বাবা। এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার তিন বছর বয়সী ছেলেকে নৃশংসভাবে খুন করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মহারাষ্ট্রের পুনেতে।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম মাধব সদুরাও টিকেতি। স্ত্রী’র বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ এবং ক্রমাগত দাম্পত্য কলহের কারণে মাধব তার নিজের সন্তানের গলা কেটে হত্যা করে।
সূত্রের খবর, এদিন মাধব তার তিন বছরের ছেলেকে বাইকে নিয়ে ঘুরতে যায়। রাত হয়ে গেলেও বাড়ি ফেলেনি বাবা-ছেলে। এরপরই পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করেন তার স্ত্রী স্বরূপা। তদন্তে নামে পুলিশ। মাধবের মোবাইল লোকেশন ট্রেস করে পুনের ওডগাঁও শেরি অঞ্চলের একটি লজে পৌঁছায় পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই মাধবকে মদ্যপ অবস্থায় দেখা যায়। পুলিশী জিজ্ঞাসাবাদের মাধব স্বীকার করে সে নিজেই তার ছেলেকে খুন করেছে।
পুনে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, একটি দোকানে ছুরি, ডেটল ও ললিপপ কিনে ছেলেকে নিয়ে এক নির্জন এলাকায় যায় অভিযুক্ত। সেখানে ছেলেকে গলা কেটে খুন করে। সেখান থেকে এক লজে গিয়ে মদ পান করে। ইতিমধ্যে তিন বছরের শিশুর দেহটি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।