১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 443

পুবের কলম, ওয়েব ডেস্ক: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে ১৪টিরও বেশি গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া।দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হারপ্রীতের বিরুদ্ধে পঞ্জাবের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ধৃত হারপ্রীত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এছাড়া  ধরা পড়ার ভয়ে বার্নার ফোন ব্যবহার করতেন।  বলা বাহুল্য, বার্নার ফোন হচ্ছে এক প্রকার বার্নার ফোন অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীকে গোপনীয়তা রক্ষার সুবিধা প্রদান করে। যেমন নিজের ফোন নম্বর গোপন রাখা, ওয়েব ও অ্যাপে সাইন আপ করার সময় একটি ভার্চুয়াল ইমেল ব্যবহার করাসহ ভৌগলিক অবস্থান সঠিকভাবে প্রকাশ না করা।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

আরও পড়ুন: কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেনেড হামলার অভিযোগে হ্যাপি প্যাসিয়ার নাম প্রকাশ করেছে। মূলত অবসরপ্রাপ্ত পাঞ্জাব পুলিশ কর্মকর্তার আবাসকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছিল। হামলাটি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বাব্বার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর ষড়যন্ত্রের অংশ ছিল। এনআইএর মতে, হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হারভিন্দর সিং সন্ধু ওরফে রিন্ডা হামলার পিছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন।  পঞ্জাবে প্যাসিয়াকে কমপক্ষে ১৮ টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা – ইসরাইলের

আরও পড়ুন: ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে ১৪টিরও বেশি গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া।দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হারপ্রীতের বিরুদ্ধে পঞ্জাবের সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ধৃত হারপ্রীত অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এছাড়া  ধরা পড়ার ভয়ে বার্নার ফোন ব্যবহার করতেন।  বলা বাহুল্য, বার্নার ফোন হচ্ছে এক প্রকার বার্নার ফোন অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীকে গোপনীয়তা রক্ষার সুবিধা প্রদান করে। যেমন নিজের ফোন নম্বর গোপন রাখা, ওয়েব ও অ্যাপে সাইন আপ করার সময় একটি ভার্চুয়াল ইমেল ব্যবহার করাসহ ভৌগলিক অবস্থান সঠিকভাবে প্রকাশ না করা।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

আরও পড়ুন: কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক খালিস্তানিদের

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেনেড হামলার অভিযোগে হ্যাপি প্যাসিয়ার নাম প্রকাশ করেছে। মূলত অবসরপ্রাপ্ত পাঞ্জাব পুলিশ কর্মকর্তার আবাসকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছিল। হামলাটি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বাব্বার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর ষড়যন্ত্রের অংশ ছিল। এনআইএর মতে, হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হারভিন্দর সিং সন্ধু ওরফে রিন্ডা হামলার পিছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন।  পঞ্জাবে প্যাসিয়াকে কমপক্ষে ১৮ টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: গাজার ২০ লাখ মানুষকে সরানোর নীলনকশা, ‘গ্রেট’ নিয়ে আলোচনা আমেরিকা – ইসরাইলের

আরও পড়ুন: ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের